স্টাফ রিপোর্টার
কুষ্টিয়ার খোকসায় আওয়ামী লীগ ও বিভিন্ন সামাজিক সংগঠনের উদ্যোগে সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
কুমিল্লাসহ দেশের কয়েকটি স্থানে সংখ্যালঘু সম্প্রদায়ের মন্দির বাড়ি ও মহল্লায় হামলার প্রতিবাদে উপজেলা আওয়ামী লীগ সহযোগী সংগঠন ও সামাজিক সংগঠনের উদ্যোগে বৃহস্পতিবার বিকালে খোকসা বাস স্ট্যান্ড চত্বরে অনুষ্ঠিত সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সমাবেশে বক্তব্য রাখেন জেলা পরিষদের সদস্য ও আওয়মী লীগ নেতা মুজাহিদুল ইসলাম বাবলু, থানা আওয়মী লীগের সাবেক সহসভাপতি আবুল কালাম আজাদ, জিল্লুর রহমান, আব্দুল মালেক, সাহেব আলী, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহবায়ক মহাদেব বিশ্বাস মহন, সন্তোষ ঘোষ, হাসানু জ্জামান প্রমুখ। সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল আখতার।
এ আগে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ চত্বর থেকে শান্তি শোভা যাত্রাটি বের করা হয়। শোভাযাত্রাটি বাস ষ্ট্যান্ডে এসে শেষ হয়।