খোকসায় সাজাপ্রাপ্তসহ পালাতক দুই আসামি গ্রেফতার

0
80

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্ট ভুক্ত পৃথক দুই আসামিকে আটক করেছে।

থানা পুলিশের হোয়াটসআ্যাপ সূত্রে জানা গেছে, শনিবার দিনগত রাত থেকে রবিারর দুপুর পর্যন্ত এ সব আসামিদের আটক করে আদালতে সপর্দ করা হয়েছে।

আরও পড়ুন – কুষ্টিয়ায় চাল সংগ্রহের তালিকায় অস্তিত্বহীন ও বন্ধ মিলের নাম

শনিবার গভীর রাতে উপজেলার ওসমানপুর ইউনিয়নের আজইল গ্রামে অভিযান চালিয়ে একটি জিআর মামলার দুই বছরের সাজাপ্রাপ্ত পালাতক আসামি মোঃ নাঈম শেখকে আটক করে থানা পুলিশ। সে আজইল গ্রামের কুরবান আলীর ছেলে।

আরও পড়ুন – খোকসায় সাবেক কাউন্সিল তরুন গ্রেফতার

রবিবার দুপুরে পুলিশের একই দল শোমসপুর ইউনিয়নের শোমসপুর পশ্চিমপাড়া গ্রামে অভিযান চালিয়ে ওয়ারেন্ট ভুক্ত আসামি ফারুক হোসেনকে আটক করে। তার পিতার নাম রাজ্জাক মন্ডল।