খোকসায় সাহার্য চাইতে এসে বৃদ্ধার মৃত্যু

0
161

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসার গ্রামে এক প্রকৌশলীর বাড়িতে সাহায্য চাইতে এসে মৃত্যুর কোলে ঢলে পরলেন অজ্ঞাত বৃদ্ধা।

মঙ্গলবার সকালে খোকসা ইউনিয়নের মোড়াগাছা গ্রামে প্রকৌশলীর মারুফ হোসেন তারা’র বাড়িতে সাহার্য নিতে এসে ও বৃদ্ধা মারা গেছেন। পরে পুলিশ মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।

স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৮ টার দিকে অজ্ঞাত পরিচয়ের এই বৃদ্ধা এলজিইডির প্রকৌশলী মারুফ হোসেন তারার বাড়িতে উপস্থিত হন। এ সময় প্রকৌশলীর কাছে সাহায্যের জন্য এসেছেন বলে জানান। এর মুহুত্য পরেই মহিলা অসুস্থ্য হয়ে মাটিতে লুটিয়ে পরেন। পরে মোড়াগাছা হাটের পল্লী চিকিৎসক নাজমুল এসে বৃদ্ধাকে মৃতবলে ঘোষনা করেন। দুপুরে এ রিপোর্ট লেখা পর্যন্ত মৃত বৃদ্ধার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

এ ঘটনার পর প্রকৌশলীর পরিবারের পক্ষ থেকে থানা পুলিশকে অবহৃত করে। দুপুরে পুলিশ ওই বৃদ্ধার মৃতদেহ উদ্ধার করে।

প্রকৌশলীর মা গৃহকর্তৃ রাবেয়া খাতুন জানান, বৃদ্ধার সাথে তার দুই একটি কথা হয়েছিল। তার মধ্যে বৃদ্ধা তার বড় ছেলে প্রকৌশলী মারুফ হোসেন তারার কাছে সাহায্যের জন্য এসেছিল বলে জানান। এ ছাড়া বৃদ্ধার বাড়ি কুমারখালী উপজেলার পাথর বাড়িয়া গ্রামে বলেও জানায়। গৃহকর্তৃর হাতে ওপর বৃদ্ধার মৃত্যু হয়।

খোকসা ইউনিয়ন পরিষদের দায়িত্ব প্রাপ্ত চেয়ারম্যান ও সংশ্লিষ্ট ওয়ার্ডের মেম্বর আব্দুল বারিক মোল্লা জানান, সাহায্য নিতে এসে মারা যাওয়া অজ্ঞাত বৃদ্ধার পরিচয় নিশ্চিত করতে বিভিন্ন স্থানে লোক পাঠানো হয়ছে।

ঘটনা স্থলে উপস্থিত পুলিশের এসআই হামিদুল জানান, মারা যাওয়া মহিলার সুরতহাল রিপোর্ট করা হয়েছে। তার শরীরে কোন আঘাতের দাগ নাই। তবে মৃত্যুও সঠিক করারণ জানার জন্য মৃতদেহটি ময়না তদন্তে পাঠানো হয়েছে।