স্টাফ রিপোর্টার
কুষ্টিয়ার খোকসায় স্কাউটস বিপি দিবস ও ডে ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা সদরের খোকসা জানিপুর সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বিপি দিবস ও ডে ক্যাম্পের উদ্বোধন করা হয়। দুপুরের স্কাউটস কুষ্টিয়া জেলা শাখার সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম এর সমাপণি ভাষনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।

উপজেলা স্কাউটস এর উদ্যোগে দিন ব্যাপী কর্মসূচিতে ২২টি মাধ্যমিক বিদ্যালয়ের স্কাউট দল অংশ গ্রহন করে। এদিন সকালে উপজেলা স্কাউটস এর সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ইসহাক আলী এ ডে ক্যাম্পের উদ্বোধন করেন।
সমাপনি অনুষ্ঠানে অন্যানদের মধ্যে আলোচনায় অংশ নেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সিরাজুল ইমলাম, খোকসা পৌরসভার মেয়র তারিকুল ইসলাম, খোকসা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আশিকুর রহমান, স্কাউট লিডার আইন উদ্দিন, শোমসপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফুজ্জামান প্রমুখ।