খোকসায় স্মাট কার্ড পেতে স্বর্ণের চেন হারালেন তারা

0
40

স্টাফ রিপোর্টার

স্মার্ট কার্ড নিতে এসে স্বর্ণের চেন হারালেন ৮ নারী। প্রতারক চক্র হাতিয়ে নেওয়া চেন ফেরৎ পেতে ভুক্তভোগীরা কাঁদলেন হাউ-মাউ করে। কয়েক হাজার নারী পুরুষ জমায়েত হলেও পুলিশকে ডাকা হয়নি।

বুধবার কুষ্টিয়ার খোকসা পৌর সভার ১, ২ ও ৩ নং ওয়ার্ডের নারী-পুরুষ ভোটারদের মধ্যে স্মার্ট কার্ড বিতরণের দিন ছিল। সকালেই খোকসা সরকারি কলেজ কেন্দ্রে ওই সব ওয়ার্ডের কয়েক হাজার নারী-পুরুষ লাইনে দাঁড়ান। এ সময় স্বর্ণালঙ্কার পরা নারীদের টার্গেট মাঠে নামে ছিনতাই চক্রের সদস্যরা। বেলা ১২ টার মধ্যে প্রায় ৮ নারীর গলা থেকে স্বর্ণের চেন ছিনিয়ে নেয় চক্রটি। বিষয়টি টেরপেয়ে ভুক্তভোগীরা নারীরা আহজারি শুরু করে। এ সময় লাইনে দাঁড়ানো নারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পরে। পরে খবর পেয়ে টহল পুলিশের একটি দল ঘটনা স্থলে গিয়ে ভুক্তভোগীদের নামের তালিকা তৈরী করেন।

ক্ষতিগ্রস্ত নারীদের মধ্যে যাদের নাম পাওয়া গেছে তারা হলেন শাবানা- স্বামী পলাশ, আনোয়ারা খাতুন- স্বামী হেকমত আলী, সালেহা খাতুন- স্বামী সাইদ হাসান, জাহানারা- স্বামী শুকুর আলী, কহিনূর- স্বামী নূর আলম জিকু, রোকেয়া- স্বামী আব্দুল বারিক, পলি বেগম- স্বামী আতিয়ার রহমান। তবে অপর এক নারীর নাম পরিচয় জানা সম্ভব হয়নি।

নিজের গলায় হাত দিয়ে বৃদ্ধা আনোয়ারা খাতুন বুঝতে পারেন তার গলার চেনটি চুরি হয়ে গেছে। তখন ডুকরে কেঁদে ওঠেন। তার দেখা দেখি অন্য নারীরাও নিজের গলার চেনের সন্ধান করে। প্রতিটি লাইনের দুই/তিন জন নারী নিজের স্বনের চেন হারিয়ে হাউ-মাউ করে কেঁদে ওঠেন।

স্বামীর দেওয়া শেষ স্মৃতি স্বর্ণের চেনটি হারিয়ে অনেক ক্ষণ ধরে হাউ-মাই করে কেঁদেছেন আনোয়ারা খাতুন। তিনি বলেন, স্বামী পেনশনের টাকা থেকে বছর ১৫ আগে চেনটি গড়িয়ে দিয়ে ছিলেন। সেটিও রক্ষা করতে পারলেন না।

উপজেলা নির্বাচন অফিসার মিজানুর রহমান বলেন, এ বিষয়টি তার ভালো জানা নেই। তিনি সাংবাদিককে কাছে প্রশ্ন করেন কখন হয়েছে। কোথায় হয়েছে। তবে পরে স্বীকার করেন পুলিশের এসআই ঘটনা স্থলে গিয়েছে।

আরও পড়ুন – নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতাকে আটক করে পুলিশে দিল ছাত্র-জনতা

থানা পুলিশের এসআই শামসুর রহমান বলেন, তাদের আগে থেকে জানানো হয়নি। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার নিদের্শে পুলিশের টহল টিম নিয়ে তিনি ঘটনা স্থলে গিয়ে ছিলেন। চেন খুয়া যাওয়া ৮ নারীর নামের তালিকাও করেছেন। কেউ অভিযোগ করেনি বলে জানান।