খোকসায় সড়কের পাশে পরেছিল সজ্ঞাহীন যুবক

0
67

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়া রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের খোকসায় সজ্ঞাহীন যুবক জীবিত উদ্ধার করেছে স্থানীয়রা।

শুক্রবার সকাল ১১ টার দিকে সড়কের খোকসার মোড়াগাছা ঈদগাহের পাশ থেকে তাকে উদ্ধার করা হয়। তার নাম আকমল আলী বলে জানা গেছে। সে রাজবাড়ী জেলার বেলগাছি গ্রামের আজিবর আলীর ছেলে। পেশায় রিকাসা চালক।

সজ্ঞাহীন যুবককে উদ্ধারকারী অটো ভ্যানের চালক সোহেল রানা জানান, সকালে রাজবাড়ীর দিকে ফেরার পথে অটো থেকে ওই যুবক সড়কের পাশে ছিটকে পরে যায়। স্থানীয়দের সহযোগিতায় সজ্ঞাহীন যুবককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। ওই যুবকের মোবাই ফোন থেকে তারা মায়ের সাথে যোগাযোগ করা হয়েছে। সেখান থেকে তার নাম পরিচয় নিশ্চিত হওয়া গেছে। এছাড়া তিনি আরও জানিয়েছেন, আকমল রিকসা চালাতে কুষ্টিয়া গিয়েছিল। কাজ না পেয়ে বাড়ি ফির ছিল। এর পরে অসুস্থ্য ওই যুবকের মোবাইল ফোনটির চার্জ শেষ হয়ে যাওায় আর যোগাযোগ করা সম্ভব হয়নি।

আরও পড়ুন – ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজনীতি নিষিদ্ধ

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন যুবকের সাথে কথা বলার চেষ্টা করা হয়। সে তার নাম পরিচয় বলতে পেরেছে। আর কিছু বলতে পারেনি।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে চিকিৎসক ডা: শাহিনা জানান, অসুস্থ যুবক হয়তো অজ্ঞান পাটির খপ্পরে পরেছিল। তিনি এটাকে স্ট্রিট পয়জনিং বলে খাতায় এন্টি করেছেন।