খোকসায় সড়ক দুর্ঘটনায় আহত সাবেক ব্যাংক কর্মকর্তার মৃত্যু

0
153
স্ত্রী কন্যার মাঝে নিহত মানবেন্দ্র সাহা মৃদুল -ফাইল ছবি

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় মোটর সাইকেলের চাপায় আহত সাবেক ব্যাংক কর্মকর্তা মানবেন্দ্র সাহা (৬৭) ওরফে মৃদুল মারা গেছেন।

শুক্রবার রাতে নির্মল চক্রবর্তী নিশ্চিত করেন, বিকালে মোটর সাইকেল চাপায় আহত সাবেক ব্যাংক কর্মকর্তা মানবেন্দ্র সাহা মৃদুল রাজশাহী মেডিকেল কলেজে চিকিৎসার এক পর্যায়ে মৃত্যু বরণ করেছেন।

জানা গেছে, ঈদের দিন শুক্রবার বিকালে হাঁটকে বের হন সাবেক এই ব্যাংক কর্মকর্তা। বাড়ি থেকে এক কিলোমিটার দূরে কুষ্টিয়া-রাজবাড়ী সড়কের শহীদ বরকত ফিলিং ষ্টেশনের কাছে পৌচ্ছালে  দ্রুতগতির মোটর সাইকেল তাকে চাপাদেয়। এ সময় পেছন থেকে আসা অপর একটি মোটর সাইকেল চালক তাকে দ্বিতীয় দফায় চাপা দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে যায়। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়। মানবেন্দ্র সাহার অবস্থা সংকটাপণ হলে তাৎক্ষনিক ভাবে তাকে রাজশাহী মেডিকেল কলেজে রেফার্ড করা হয়। সেখানে ভর্তির পর চিকিৎসার একপর্যায়ে রাতে তার মৃত্যু হয়।

এ ঘটনায় ঘাতক মোটর সাইকেল চালক আমরান (১৮) পিতা মুন্নাফ ও সুমন (২৮) পিতা রাজা সরদার গুরুতর আহত হয়। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘাতক মোটর সাইকেলের আরহীদের বাড়ি পাবনা সদর ইপজেলার খাসচর গ্রামে।

নিহত মানবেন্দ সাহা ওরফে মৃদুল প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষিকা বিসখা সাহার স্বামী। তিনি সোনালী ব্যাংকের সাবেক কর্মকর্তা ছিলেন। সম্প্রতি এক হাতুওে ডাক্তারের ভুল চিকিৎসার নিহতের একমাত্র ছেলে মারা যায়।