স্টাফ রিপোর্টার
কুষ্টিয়ার খোকসায় রেল ষ্টেশন সড়কের আদিবাসী পল্লীর কেন্দ্রিয় দুর্গাপূজা মন্দিরের পাশে দ্রুতগামী পাখি ভ্যানের ধাক্কায় গুরুতর আহত অজ্ঞাত বৃদ্ধকে উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার রাত ৮ টার দিকে ওই অজ্ঞাত বৃদ্ধাকে স্থানীয় ছাত্ররা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। বৃদ্ধা কথা বলার চেষ্টা করছেন।
উদ্ধারকারী ছাত্ররা জানান, রাত ৮টার দিকে তারা রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় ওই বৃদ্ধা খোকসা রেল স্টেশন থেকে পায়ে হেঁটে খোকসা জানিপুর বাজারের দিকে যাচ্ছিল। এ সময় একটি পাখি ভ্যানের চালক নিয়ন্ত্রন হারিয়ে বৃদ্ধাকে পেছন থেকে ধাক্কাদিয়ে পালিয়ে যায়। পরে ছাত্ররা চার বন্ধু মিলে গুরুতর আহত বৃদ্ধাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে আসে। প্রাথমিক চিকিৎসার পর আহত বৃদ্ধাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
আহত বৃদ্ধাকে উদ্ধারকারী ছাত্র রাহত জানায়, তাদের সামনে বৃদ্ধা ভ্যানের ধাক্কায় আহত হয়ে রাস্তায় লুটিয়ে পরে। তারা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। এ সময় বৃদ্ধার মাথার ক্ষত থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। তারা বৃদ্ধার পরিচয় জানার চেষ্টা করেছে। বৃদ্ধার হাতের মধ্যে কয়েকটি ২ টাকার নোট পাওয়া গেছে। সে থেকে অনুমান করা হচ্ছে তিনি ভিখারী হতে পারে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডাঃ শাহিনা খানম এর সাথে মুঠোফোনে কথা বলা হলে তিনি জানান, বৃদ্ধার মাথার ক্ষত থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। তার উন্নত চিকিৎসার জন্য জেলা সদরের হাসপাতালে রেফার্ড করা হয়েছে। কিন্তু বৃদ্ধার কোন স্বজনের সন্ধান মেলেনি।