খোকসায় সড়ক দুর্ঘটনায় দুই স্কুল ছাত্র নিহত

0
123

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়া রাজবাড়ী আঞ্চলিক মহসড়কের খোকসায় ট্রাক চাপায় বাইসাইকেল আরোহী দুই স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় প্রায় ১ ঘন্টা সড়ক অবরোধ করে রাখে জনতা। নিহতরা দু’জনে খালাতো ভাই।

রবিবার সন্ধায় সড়ক দুর্ঘটনায় নিহত হয় উপজেলার মোড়াগাছা হাসিমপুর গ্রামের আকতার মালিথার ছেলে শাহেদ (১২) ও কুমারখালীর বড়ইচারা গ্রামের রফিকের ছেলে রাতুল (১০)। শিশুরা কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের হাসিমপুর নামক স্থানে দুর্ঘটনার শিকার হয়।

স্থানীয়রা জানান, সন্ধ্যায় রাতুল ও শাহিন কুষ্টিয়া রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের পাশ দিয়ে বাই সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিল। এ সময় রাজবাড়ী গামী ১৬ চাকার রড বোঝাই একটি ট্রাক তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই ছাত্র ঘটনাস্থলেই মারা যায়। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়রা প্রায় ১ ঘন্টা সড়ক অবরোধ করে রাখে। পর খোকসা, কুমারখালী থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।

নিহত শিশুর চাচা আহমদ আলী জানান, রাতুল তার খালাতো ভাই শাহেদের বাড়িতে বেড়াতে এসে দুর্ঘটনার শিকার হয়। তারা দু’জনেই তৃতীয় শ্রেণির ছাত্র ছিল। শাহেদ স্থানীয় হুদা মহম্মদ পুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছিল। তারা স্থানীয় খেলার মাঠে সাইকেলিক করতে বেড়িয়েছিল। সন্ধ্যায় তারা সাইকেল নিয়ে বাড়ি ফিরছিল।

খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আশিকুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনাস্থলে উত্তেজিত জনতাকে খোকসা, কুমারখালী ও হাইওয়ে পুলিশ এসে নিয়ন্ত্রণ করে পরিস্থিতি স্বাভাবিক করেছে।