স্টাফ রিপোর্টার
খোকসা পাখি ভ্যানের সাথে মাহেন্দ্রের সংঘর্ষে চালক সহ ৩ যাত্রী আহত হয়েছেন।
মঙ্গলবার সকালে কুষ্টিয়া-রাজবাড়ী সড়কের মোড়াগাছায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও যাত্রীদের সূত্রে জানা গেছে, সকালে খোকসা বাস স্ট্যান্ড থেকে ছেড়ে আসা কুষ্টিয়া গামী মাহেন্দ্রটি মোড়াগাছা বাজারের কাছে পৌঁছে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা খড় বোঝাই পাখি ভ্যানের পেছনে আঘাত করে। দুর্ঘটনা কবলিত মাহেন্দ্রটিতে প্রায় ১২ জন যাত্রী ছিল। স্থানীয়রা আহত যাত্রী আব্দুর রহিম খান (৫৮) ও আতিয়ার (৩৫)সহ অন্য যাত্রীদের উদ্ধার করে। পরে থানা পুলিশ ঘাতক মাহেন্দ্র ও ভ্যানটি উদ্ধার করে থানা হেফাজতে নিয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার জাহিদ জানান, আহতদের মধ্যে মাহেন্দ্রের ড্রাইভার আতিয়ারের অবস্থা একটু বেশি গুরুতর।
ঘটনা স্থলে উপস্থিত খোকসা থানা পুলিশের এসআই মোজাম্মেল দ্রোহকে জানান, দুর্ঘটনার খবর পেয়ে তিনি ঘটনা স্থলে আসেন। ইতোমধ্যে আহতদের হাসপাতালে পাঠানো হয়ে গেছে।