স্টাফ রিপোর্টার
কুষ্টিয়ার খোকসায় ব্যাটারী চালিত পাখি ভ্যান চুরি করে পালানোর সময় গ্রামবাসীর হাতে গনপিটুনি শিকার দুইজনের বিরুদ্ধে প্রায় দেড় ডজন হত্যা ও ডাকাতির মামলা রয়েছে।
শনিবার বিকালে থানা পুলিশ ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, পাখি ভ্যান চুরির সময় গনপিটুনির শিকার বাদশা প্রামানিক (২৮) পিতা ওমর আলী ও আনোয়ার (২) পিতা দাউদ প্রামানিকের বাড়ি উপজেলার গোপগ্রাম ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের গোপগ্রামে। বাদশার বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, ডাকাতি ও মাদকসহ ১৩টি মামলা রয়েছে। আনোয়ারের বিরুদ্ধে একই অপরাধের ৩টি মামলা রয়েছে।
জানিপুর ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের মেম্বর গৌতম সরকার জানান, শুক্রবার বিকালে আটক দুইজন উপজেলার জানিপুর ইউনিয়নের ইচলাট এলাকা থেকে ব্যাটারি চালিত একটি পাখি ভ্যান চুরি করে। ভ্যান চালক রফিকের চিৎকার চেচামেচি শুনে মালিগ্রামের অনলাইন মোড়ের লোকজন চোরদের চ্যালেঞ্জ করে। এক পর্যায়ে তারা ভ্যানটি রেখে পালাতে চেষ্টা করে। এ সময় গ্রামবাসীরা দু’জনকে আটক করে গণপিটুনি দিয়ে সন্ধ্যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে চিকিৎসাধীন আহত আনোয়ার স্বীকার করে তারা ভ্যান চুরি করেছিল। লোকজন তাদের মারপিট করেছে।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মঈনূল ইসলাম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাদশা ও আনোয়ার নিজেদের বিরুদ্ধে হত্যা ও ডাকাতির মামলার কথা স্বীকার করেছে। এ ছাড়া খোকসা কুমারখালীসহ আশেপাশের থানায় খোজ নিয়ে জানা গেছে, বাদশার বিরুদ্ধে খুন ডাকাতি ও মাদকসহ ১৩টি মামলা রয়েছে। আটকদের নতুন মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।
আরও পড়ুন – শনিবারের বিক্ষোভ সমাবেশ স্থগিত করেছে জাপা
উল্লেখ্য, শুক্রবার (১ নভেম্বর) বিকালে উপজেলার জানিপুর ইউনিয়নের ইচলাট এলাকা থেকে ব্যাটারি চালিত একটি পাখি ভ্যান চুরির পর বাদশা ও আনোয়ারকে জনতা আটক করে। গনপিটুনিতে আহত হলে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে থানা পুলিশ তাদের আটক করে।