স্টাফ রিপোর্টার
খোকসায় ২১শে আগস্টের গ্রেনেড হামলার নিহত-আহতদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শুক্রবার খোকসা উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে খোকসা উপজেলা আওয়ামী লীগ ও খোকসা উপজেলা তাঁতীলীগের যৌথ আয়োজনে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের ২০০৪ সালের ২১ আগস্ট এর আওয়ামীলীগের প্রতিবাদ সমাবেশে গ্রেনেড হামলার নিহত ও আহতদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ও দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় প্রধানমন্ত্রীর দেহরক্ষী নিহত মাহবুবুর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়।
আরও পড়ুন-আমার বেটা ষোলডা বছর বাড়ি আসে না
আরও পড়ুন-আজ ভয়াল একুশে আগস্ট
এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোকসা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বেতবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান বাবুল আখতার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মুজাহিদুল ইসলাম বাবলুসহ উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক আল মাছুম মুর্শেদ শান্ত ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাহেব আলীসহ, আওয়ামী লীগ, যুবলীগ-ছাত্রলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবকলীগ, তাঁতীলীগসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।