খোকসায় ২৫ বাচ্চাসহ মা গোখরা আটক

0
335

স্টাফ রিপোর্টার

খোকসার গ্রামের একটি বাড়ি থেকে ২৫ টি গোখড়া সাপের বাচ্চাসহ মা সাপটিকে ধরে নিয়ে গেছে এক সাপুড়ে (ওঝা)।

ঘটনাটি ঘটেছে শনিবার সকালে উপজেলা সদরের পৌর এলাকার পাতিলডাঙ্গী কৃষক তাহের খার বাড়িতে।

জানা গেছে, কয়েকদিন আগে কৃষক তাহের খা তার শোবার ঘরের মেঝেতে একটি গোখরা সাপের বাচ্চা দেখতে পান। তিনি বিষয়টি আমলে না নিয়ে সাপের বাচ্চাটিকে পিটিয়ে হত্যা করে খান্ত হন। শনিবার সকালে মা সাপটির গর্জন শুনে তাদের সন্দেহ হয়। ওঝাও ডাকা হয়। সকাল থেকে ঘরের মেঝে খুড়া খুড়ি করা হয়। সেখান থেকে একে একে ২৬টি গোখরা সাপের বাচ্চা ধরা হয়। অবশেষে বেড়িয়ে আসে মা সাপটি। সেটিকেও পাকড়াও করে ওঝা আবুদল মতিন।

মা’সহ দুই ডজন গোখরা সাপের বাচ্চা ধরা পরার খবর ছড়িয়ে পরলে তাহের খার বাড়িতে নারী পুরুষের ঢল নামে। সেখানে সদ্য ধরা মা সাপটিকে দিয়ে খেলা দেখান।