খোকসায় ২৯ মামলার আসামী পাপ্পু আটক

0
25
আটক ২৯ মামলার আসামী পাপ্পু।

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় কয়েক ঘন্টা রুদ্ধশ্বাস অভিযানের পর একটি বাড়ি থেকে ২৯ মামলার আসামী পাপ্পুকে আটক করেছে থানা পৃুলশি। এ ছাড়া পৃথক মামলায় অপর এক ব্যক্তিকে আটক করা হয়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার রাত সাড়ে ৯ টার পর খোকসা থানা পুলিশের একাধিক টিম দুধ বাজার এলাকার একটি বহুতল ভবন ঘিরে ফেলে। গভীর রাতে সেখান থেকে অস্ত্র, বিস্ফোরক, বিশেষ ক্ষমতা আইন ও ডাকাতিসহ ২৯ মামলার আসামী পাপ্পু মিয়াকে আটক করে থানায় নিয়ে যায়। পাপ্পুকে আটকে পুলিশের বিশালবহর প্রায় তিন ঘন্টা ধরে রুদ্ধশ্বাস অভিযান চালায়। আটক পাপ্পু ওসমানপুর ইউনিয়নের কলপাড়া গ্রামের সাবেক মেম্বর ওয়াজেদ আলীর ছেলে।

একই রাতে বিশেষ অভিযান চালিয়ে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলায় মোঃ মাসুম বিল্লাহ অন্তর (২৬) কে আটক করা হয়। সে উপজেলার শোমসপুর পশ্চিমপাড়া মোঃ রিপন খানের ছেলে।

মঙ্গলবার বিকালে খোকসা থানা পুলিশের হোয়াটর্স অ্যাপে জানানো হয়েছে, জনৈক মোঃ আবু জায়েদ সান্টু (৪৫), পিতা- মোঃ আমির হামজা, সাং- দেবীনগর, থানা- খোকসা, জেলা– কুষ্টিয়া ও তার পার্টনার মোঃ মোমিনুল ইসলাম লিটন খোকসা খেয়াঘাট এর ইজারা নেয়। ইজারাকৃত মালিক পক্ষের নিকট আসামী মোঃ পাপ্পু মিয়া (৩৫), পিতা-মোঃ ওয়াজেদ আলী, সাং-ওসমানপুর, থানা-খোকসা, জেলা- কুষ্টিয়া খোকসা বাজার খেয়াঘাটে আসিয়া মোঃ সান্টু ও মোমিনুলদের নিকট ২,০০,০০০/- টাকা চাঁদা দাবি করে এবং খুন জখম ও প্রাণনাশের হুমকি প্রদান করে। তারই ধারাবাহিকতায় ইং-১৭/০৩/২০২৫ তারিখ রাত ২০.০০ ঘটিকার সময় আসামী মোঃ পাপ্পু মিয়াসহ অজ্ঞাতনামা ৫/৬ জন খোকসা বাজার খেয়াঘাটে আসিয়া বাদীর কর্মচারীদের নিকট পূর্বের দাবীকৃত চাঁদার ২,০০,০০০/- টাকা চায়। চাঁদার টাকা দিতে অস্বীকার করিলে মোঃ পাপ্পু মিয়া (৩৫) সহ অজ্ঞাতনামা ৫/৬ জন আসামী বাদীর কর্মচারীদের মারপিট করে এবং খুন জখমসহ প্রাণনাশের হুমকি প্রদান করতঃ ক্যাশ বক্সসহ চেয়ার টেবিল এবং টোল ঘর ভাংচুর করিয়া অনুমান ২৫,০০০/-(পঁচিশ হাজার) টাকা ক্ষতি সাধন করে। এই সংক্রান্তে মোঃ আবু জায়েদ সান্টু (৪৫) বাদী হয়ে খোকসা থানায় একটি মামলা দায়ের করেন। যাহা খোকসা থানার মামলা নং-১০, তারিখ- ০৮ এপ্রিল, ২০২৫; ধারা- ১৪৩/৩৮৫/৩২৩/৫০৬/৪২৭ The Penal Code রুজু করা হয়। এই মামলার ঘটনার সহিত জড়িত এজাহারনামীয় আসামী মোঃ পাপ্পু মিয়া (৩৫) কে প্রেফতার করা হয়। পরবর্তীতে উক্ত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। আসামী মোঃ পাপ্পু মিয়ার বিরুদ্ধে অস্ত্র, বিস্ফোরক, বিশেষ ক্ষমতা আইন, ডাকাতি প্রস্তুতি মামলাসহ বিভিন্ন প্রকারে ২৯ টি মামলা রয়েছে।

আরও পড়ুন – কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল স্বল্প পরিসরে রোগী ভর্তি শুরু

খোকসা থানা পুলিশের হোয়াটর্স অ্যাপে বার্তায় বলা হয়েছে ইং- ০৮/০৪/২০২৫ তারিখ রাত্রি ০৩.৩০ ঘটিকার সময় বিশেষ অভিযান পরিচালনাকালে খোকসা থানাধীন খোকসা বাজার এলাকা হইতে খোকসা থানার মামলা নং-০৪, তারিখ-০৯-০২-২০২৫ ইং ধারা- ৪/৫/৬ The Explosive Substances অপঃ, ১৯০৮; তৎসহ ১৫(৩)/২৫উ The Special Powers অপঃ, ১৯৭৪; এর আসামী মোঃ মাসুম বিল্লাহ অন্তর (২৬), পিতা-মোঃ রিপন খান, মাতা-মিনা পারভিন,সাং-শোমসপুর পশ্চিমপাড়া, থানা- খোকসা, জেলা-কুষ্টিয়াকে গ্রেফতার করা হইয়াছে।

আরও পড়ুন – দুর্বৃত্তের আগুনে গৃহহারা ধর্ষীত শিশুর পরিবারের পাশে ইউএনও