স্টাফ রিপোর্টার
কুষ্টিয়ার খোকসায় থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী ও সেবীকে আটক করা হয়েছে।
শনিবার রাত থেকে রবিবার সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নের কয়েকটি গ্রামে অভিযান চালিয়ে এসব মাদক বিক্রেতা ও সেবীকে আটক করা হয়।
আটক মাদক বিক্রেতা ও সেবীরা হলো জানিপুর ইউনিয়নের একতারপুর গ্রামের শাজাহান শেখ লতা (৫০) পিতা- আফসার হোসেন, একই ইউনিয়নের নাগরপাড়া গ্রামের নিরল রায় (৩৫), পিতা- নিমাই রায়, বেতবাড়িয়া ইউনিয়নের বনগ্রামের জনি ইসলাম (৩৪) পিতা- রফিকুল ইসলাম, আমবাড়িয়া ইউনিয়নের গোসাডাঙ্গী গ্রামের রুবেল শেখ (৩৫), পিতা করম আলী।
আরও পড়ুন – চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন করায় যুবদল নেতার উপর হামলা
থানা পুলিশের হোয়টস অ্যাপে জানানো হয় আটক ব্যক্তিদের বিরুদ্ধে খোকসা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে। যার নম্বর ৮। তারিখ ১৭ নভেম্বর ২০২৪ ইং।