
স্টাফ রিপোর্টার
রেল স্টেশন সংলগ্ন দোকানে বিদ্যুতের সর্টসাকিটে সৃষ্ট আগুন ৫ ব্যবসায়ীর সর্বশ পুড়ে ছায় হয়ে গেছে। বিদ্যুৎ অফিস ফোন না ধরায় ৫ কিলোমিটার মোটর সাইকেল তেরে এসে বিদ্যুত বন্ধ করা হলো।
বৃহস্পতিবার দিনগত রাতে সাড়ে ৩ টার দিকে পশ্চিম রেলওয়ের পোড়াদহ-গোয়ালনন্দ রুটের খোকসা রেল স্টেশনের পূর্বপাশ্বের বাদশার ষ্টেশনারী দোকানের বিদ্যুতের মিটার থেকে আগুনের সুত্রপাত হয়। নৈশ প্রহরীরা ব্যবসায়দের জানায়। তারা ফায়ার সার্ভিস ও পল্লী বিদ্যুতের জরুরী নম্বরে ফোন দেয়। অল্প সময়ের মধ্যে খোকসা ফায়ার সার্ভিসের অগ্নি নিস্বাপণ দল ঘটনা স্থলে পৌচ্ছায়। কিন্তু দীর্ঘ সময় পার হলেও বিদ্যুত বন্ধ না হওয়ায় ফায়ার সার্ভিসের কর্মীরা অপেক্ষা করতে থাকে। ততক্ষনে বলাই বিশ্বাস, আব্দুল মালেক, বাদশা, ইব্রাহীম ও দেবু বিশ্বাসের দোকান ও মালামাল পুড়ে ছায় হয়ে যায়।
ক্ষতিগ্রস্থ হোটেল ব্যবসায়ী আব্দুল মালেক জানান, অগ্নীকান্ডের খবর পেয়ে তারা বিদ্যুৎ বন্ধের জন্য পল্লী বিদ্যুতের অফিসের নম্বরে কল দেওয়া হয়। কিন্তু তারা ফোন ধরেনি। দীর্ঘ চেষ্টার পর এক পর্যায়ে মোটরসাইকেল দিয়ে লোক পাঠিয়ে বিদ্যুৎ বন্ধ করা হয়। শুধু মাত্র বিদ্যুত বন্ধ করতে দেরি হওয়ায় ফায়ার সাভিসের কর্মীরা উপস্থিত থেকেও আগুন নেভাতে পারেনি। ততক্ষনে ৫ ব্যবসায়ীর সবকিছু পুড়ে যায়। ব্যবসায়ীদের প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।
ব্যবসায়ী দেবু বিশ্বাস জানান, তার দোকানে নগদ ৩৭ হাজার টাকা ও স্বর্ণালংকার ছিল। তার ক্ষতির পরিমান ৫ লাখ টাকার উপর।
ফায়ার ব্রিগেডের ষ্টেশন অফিসার নজরুল ইসলাম বিদ্যুৎ বন্ধে বিলম্বের বিষয়টি স্বীকার করেন। তিনি আরও জানান, ৫ ব্যবসায়ী ক্ষতিগ্রস্থ হয়েছেন। তিনি এ বিষয়ে বিদ্যুতের কর্মকর্তাদের সাথে কথা বলেবেন বলে জানান।
পল্লী বিদ্যুতের সাব স্টেশনের জরুরী মোবাইল নস্বরটিতে কলা করা হলে শাহ্ সুফি নামের একজন লাইন ক্রু লেভেল ২ ফোনটি রিসিভ করেন। তবে ওই সময়ে কি ঘটেছিল এবং কে দায়িত্বে ছিলেন তা জানাতে অপরাগতা জানা।