Home breaking news খোকসায় ৮ বছরের শিশু ধর্ষন, ধর্ষক গ্রেপ্তার

খোকসায় ৮ বছরের শিশু ধর্ষন, ধর্ষক গ্রেপ্তার

0
6

স্টাফ রিপোর্টার

রাতে নিরাপদে বাড়ি পৌচ্ছে দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে পথে ৮ বছরের শিশুকে ধর্ষন করে বৃদ্ধ আফজাল কাজী। বুধবার গভীর রাতে ধর্ষককে আটক করে থানায় নিয়েছে পুলিশ।

মঙ্গলবার দিনগত রাতে খোকসা উপজেলার গোপগ্রাম ইউনিয়নের খদ্দোসাধুয়া গ্রামে ৮ বছরের শিশু ধর্ষনের ঘটনা ঘটে। বুধবার সন্ধ্যায় ঘটনাটি জানাজানি হয়। রাতেই ক্ষুদ্ধ গ্রামবাসী ধর্ষককে গেপ্তারের দাবিতে তার (ধর্ষকের) বাড়ি ঘেরাও করে। পরে রাতেই ধর্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

ধর্ষীত ওই শিশুর বাবা একজন রেমিডেন্স যোদ্ধা। তিনি প্রায় ১ বছর প্রবাসে জীবন যাপন করছেন। শিশুটির মা মানসিক প্রতিবন্ধি। ভিক্ষা করেন। শিশুরা তিন বোন। ধষীতা শিশুটি বোনের মধ্যে বড়।

জানা গেছে, মঙ্গলবার সকালে ৮ বছর বয়সী ওই শিশুসহ বেশ কয়েকজনকে পেঁয়াজ কাটার জন্য আফজাল কাজী তার বাড়িতে ডেকে নিয়ে যায়। অন্য শিশুরা দিনের ভাগে বাড়ি ফেরে। তবে ৮ বছর বয়সী ওই মেয়ে শিশুটি পেঁয়াজ কাটতেই থাকে। রাত ৮ টার দিকে শিশুকে নিরাপদে বাড়ি পৌচ্ছে দেওয়ার কথা বলে আফজাল কাজী রওনা হয়। পথের মধ্যে রাস্তার পাশে নির্জন স্থানে শিশুটিকে ধর্ষন করে বৃদ্ধ আফজাল কাজী। পরে তাকে (শিশুকে) নিজ বাড়িতে পৌচ্ছে দিয়ে যায় ধর্ষক নিজে।

পরদিন বুধবার দুপুরে শিশুটি পেটের ব্যথায় অসুস্থ্য হয়ে পরে। এর পর ধর্ষনের ঘটনা রেড়িয়ে আসে। খবরটি এলাকায় ছড়িয়ে পরলে রাতেই ক্ষুদ্ধ গ্রামবাসীর ধর্ষক আফজাল কাজীর বাড়ি ঘেড়াও করে। পরে থানা পুলিশ ওই ধর্ষকে আটক করে।

শিশুটির চাচা জানান, আফজাল কাজী শিশুটির সম্পর্কে দাদা। তিনি এই ঘটনার সুষ্ঠ বিচার দাবি করেন।

আরও পড়ুন – প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল দুই আরোহী নিহত

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম বলেন, শিশুটির সাথে তার সুস্থ্যতার বিষয়ে কথা বলেছেন। পুলিশের গাড়িতে করে শিশুটিকে বাড়ি থেকে হাসপাতালে নেওয়া হচ্ছে। অন্যদিকে ধর্ষক বৃদ্ধ আফজাল কাজীকে আটক করে থানায় নেওয়া হয়েছে। রাতেই এ ঘটনায় মামলা রেকর্ড করা হবে।