খোকসা ইউনিয়নে ভিডব্লিউবি প্রকল্পের চাউলে কার্ড বিতরণ

0
118

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় গরীব অসহায় শতাধিক মহিলার মাঝে ভিডব্লিউবি প্রকল্পের চাউলের কার্ড বিতরণ করা হয়েছে।

বুধবার দুপুরে ১ নং খোকসা ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয় চত্বরে কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল আখতার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফেরদৌস নাজনীন।

এ প্রকল্পের মাধ্যমে খোকসা ইউনিয়নের ১০৫ জন গরীব অসহায় মহিলা বিনামূল্যে প্রতিমাসে ৩০ কেজি চাউল পাবেন। প্রকল্পটি দুই বছর মেয়াদী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খোকসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক।