স্টাফ রিপোর্টার
কুষ্টিয়ার খোকসায় স্কুলের ভবন নির্মান সংক্রান্ত বিরোধ ও সেনা কর্মকর্তার বাড়িতে হামলার ঘটনায় দায়ের করা মামলায় উপজেলা আওয়ামী লীগের সভাপতিসহ সবাই জামিন পেয়েছেন।
এ ঘটনায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বিদ্যালয়টি পরিচালনা কমিটির সভাপতি বাবুল আখতারসহ ১০ জনকে আসামী করে মামালাটি দায়ের করেন সেনা কর্মকর্তার ভাই আরিফ রহমান তপু।
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহুরুল আলম উপজেলা আওয়ামী লীগের সভাপতির বিরুদ্ধে মামলার বিষয়টি নিশ্চিত করেন।
রবিবার মামলার আসামীরা আদালতে আত্মসমর্পন করে জামিনের আবেদন করলে আদালত তাদের জামিন মঞ্জুর করেন।
কুষ্টিয়া আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাডঃ আবু সাঈদ নিশ্চিত করেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতির নামে দায়ের করা মামলায় তিনি জামিন পেয়েছেন। এই মামলাটি একটি রাজনৈতিক মামলা বলেও তিনি দাবি করেন।
আরও পড়ুন-আমার বেটা ষোলডা বছর বাড়ি আসে না
আরও পড়ুন-খোকসায় ২১ আগস্ট পালিত
জানা গেছে, উপজেলার বেতবাড়িয়া ইউনিয়নের বনগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ সম্প্রসারন ও নতুন ভবন নির্মানের উদ্যোগ নেয় বিদ্যালয় কর্তৃপক্ষ। প্রস্তাবিত ভবনটি সেনা কর্মকর্তা আতিকুর রহমানের খরিদিয় জমিসহ সাবেক ইউপি সদস্য টেন্টুর কয়েক শতক জমি স্কুলের সীমানায় চলে যায়। এ নিয়ে দুই পক্ষের মধ্যে কয়েক দফায় বৈঠক হয়। এক পর্যায়ে বুধবার সকালে প্রতিপক্ষের লোকেরা ওই সেনা কর্মকর্তার বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ করেন মামলার বাদি।
মামলার বাদী আরিফ রহমান তপু জানান, তার ভাই সেনা কার্মকর্তার খরিদ করা জমিতে স্কুল কর্তৃপক্ষ পাকা ঘর নির্মান করার উদ্যোগ নেয়। এতে সে বাঁধা দেওয়ায় প্রতিপক্ষ তার বাড়িতে হামলা করে। এ ছাড়া তাদের জীবনের নিরাপত্তার সার্থেই তিনি খোকসা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল আখতারের সাথে কথা বলার চেষ্টা করা হয়। তার ফোনটি ডাইভাট করা থাকায় কথা বলা সম্ভব হয়নি। তবে উপজেলা আওয়ামী লীগের সাবেক অর্থ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য মুজাহিদুল ইসলাম বাবলু জানান, দুই বছর আগে গ্রাম্য শালিসে এই জমি সংক্রান্ত রায় হয়। কিন্তু সেনা কর্মকর্তা সে রায় প্রত্যাক্ষান করেন। এই ঘটনাকে কেন্দ্র করে ভুক্তভোগীরা ওই সেনা কর্মকর্তার বাড়িতে কথা বলার জন্য গিয়েছিল। এ ঘটনার সাথে উপজেলা আওয়ামী লীগের সভাপতির কোন সর্ম্পক নেই। এ মামলায় উপজেলা আওয়ামী লীগের সভাপতিসহ অন্যরা আদালত থেকে জামিন নিয়েছেন বলেও তিনি নিশ্চিত করেন।