খোকসা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে ৪ জনের মনোনয়ন পত্র দাখিল

0
168

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদের উপ নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী বাবুল আখতারসহ ৪ প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

বৃহস্পতিবার সকাল থেকে বিকাল পর্যন্ত সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার রাশিদুল ইসলামের কাছে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী বাবুল আখতারসহ অন্যরা মনোনয়নপত্র জমা দেন। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন কুমার বিশ্বাস উপস্থিত ছিলেন।

চেয়ারম্যান পদের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছের স্বতন্ত্র প্রার্থী মোতাহার হোসেন খোকন, তিনি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান। এ পদে উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আনিসুর রহমান বাবলু ও শহিদুল ইসলাম মনোনয়ন পত্রজমা দিয়েছেন।

আওয়ামী লীগ মনোননিত চেয়ারম্যান প্রার্থী বাবুল আখতারের মনোনয় পত্র জমা দেওয়ার সময় উপজেলা আওয়াামী লীগের সাধারণ সম্পাদক ও মেয়র তারিকুল ইসলাম তারিক, উপজেলা পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান সেলিম রেজা, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহিম খান প্রমুখ উপস্তিত ছিলেন।

উপজেলা নির্বাচন অফিসার ও সহকারি রিটার্নিং অফিসার রাশিদুল ইসলাম জানান, উপজেলার পরিষদের চেয়ারম্যান পদের উপনির্বাচনে ৫ জন মনোনয়নপত্র সংগ্রহ করেন। তাদের মধ্যে ৪ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

আরো পড়ুন – খোকসার উপনির্বাচনে আ.লীগের মনোনয়ন পেলেন বাবুল আখতার

আগামী ১০ অক্টোবর বাছাই, ১৭ অক্টোবর প্রত্যাহার, ১৮ অক্টোবর প্রতীক বরাদ্দ, ২ নভেম্বর নির্বাচনের ভোট গ্রহন হবে।