খোকসা ও ভেড়ামারা একাদশের মধ্যে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

0
7

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়া খোকসা উপজেলা প্রশাসনের উদ্যোগে খোকসা ও ভেড়ামারা একাদশের মধ্যে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। আলোর স্বল্পতার ফলে রান ও উকেটে এগিয়ে থাকা ভেড়ামারা একাদশকে ওয়াকওভার দেওয়া হয়েছে।

রবিবার বিকালে খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে প্রীতি ক্রিকেট ম্যাচটি অনুষ্ঠিত হয়। ভেড়ামারা একাদশ টর্সে জিতে নির্দ্ধারিত ১৫ ওভারের এ খেলায় ৩ উইকেট হারিয়ে ১১৬ রান সংগ্রহ করে। খোকসা একাদশ ১১৭ রানের টার্গেটে মাঠে নেমে ৭ উইকেট হারিয়ে ১০০ রান সংগ্রহ করে। কিন্তু আলোস্বল্পতার ফলে খেলাটি অমিমাংশিত অবস্থায় শেষ হয়। তবে প্রীতিম্যাচ খেলতে আসা ভেড়ামারা একাদশকে জয়ী ঘোষনা করা হয়।

আয়োজক ও স্বাগতিক দলের পক্ষ থেকে খোকসার উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রদীপ্ত রায় দীপন অতিথি দলের প্রধান ভেড়ামারার উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলামের হাতে ট্রফি তুলে দেন।

আরও পড়ুন- দেশি শালিক পাখি উদ্ধার

খোকসার উপজেলার নির্বাহী কর্মকর্তা প্রদীপ্ত রায় দীপন বলেন, বয়সীদের খেলায় অংশ নেওয়া দেখে যুবকরা অনুপ্রাণিত হতে পারে। ক্রীড়ার মাধ্যমে মাদক ও মোবাইল আসক্ত যুবসমাজকে ইতিবাচক পথে আনার চেষ্টার অংশ হিসেবে এ খেলার আয়োজন করা হয়।

আরও পড়ুন- ছাত্রের আগুনে পোড়া মরদেহ মিলল পুকুরে

ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, জয়-পরাজয় মুখ্য নয়, এই ম্যাচের মাধ্যমে আমরা একটি বার্তা দিতে চেয়েছি। আমরা যুবসমাজকে বলছি, আসুন ক্রীড়া ও মানবিকতাকে ভালবাসি, দেশ গড়ায় অংশ নিই।