খোকসা কম্বল বিতরণ করলেন এমপি রউফ

0
99

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় গরিব অসহায় ও শীতার্তের মধ্যে কম্বল বিতরণ, গড়াই সেতুর ভিত্তি প্রস্থর নির্মানের স্থান পরিদর্শন ও কালীপূজা মন্দির কমিটির সাথে সৌজন্য স্বাক্ষাত করেন এমপি আব্দুর রউফ।

শনিবার সকালে উপজেলা পরিষদ অডিটরিয়ামে গরিব অসহায় ও শীতার্তের মধ্যে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া -৪ (খোকসা-কুমারখালী) আসনের সংসদ সদস্য আব্দুর রউফ। এসময় উপস্থিতে ছিলেন খোকসা পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম তারিক, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহিম খান, সহ-সভাপতি সালাউদ্দিন মাহামুদ বাটু, যুগ্ম সাধারণ সম্পাদক আল মাসুম মোর্শেদ শান্ত প্রমুখ।

পরে সংসদ সদস্য আব্দুর রউফ গড়াই নদীর উপর খোকসা-ওসমানপুর সংযোগ সেতুর ভিত্তি প্রস্তর নির্মানের স্থান পরিদর্শন করেন। এ সময় কালীবাড়ি মন্দির কমিটির কর্মকর্তাদের সাথে সৌজন্য স্বাক্ষাতে মিলিত হন। কালীবাড়ি মন্দির কমিটির সভাপতি সুপ্রভাত মালাকার ও সাধারণ সম্পাদক দুলাল বিশ্বাস সহ সদস্যরা এমপিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।