খোকসা জানিপুর সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীরা নিয়োগ পেলেন

0
201
ছবি সংগৃহীত

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসা জানিপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয় সরকারী করণের ৫ বছর পর কর্মরত শিক-কর্মচারীসহ ২৪ জনকে নিয়োগ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

বিদ্যালয়ের শিক্ষকদের সাথে কথা বলে জানা গেছে, বর্তমান সরকারের চলতি মেয়াদের প্রথম দিকে ২০১৮ সালে খোকসা জানিপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয়টিকে সরকারী (জাতীয়) করণ করা হয়। কিন্তু কর্মরত শিক্ষক কর্মচারীরা ছিলেন এমপিও ভুক্ত। বুধবার মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মোছাঃ শাম্মী আক্তার স্বারিত প্রজ্ঞাপনে বর্তমান কর্মরত ১৯ জন শিক্ষক ও ৫ জন তৃতীয় চতুর্থ শ্রেণির কর্মচারীকে নিয়োগ প্রদান করা হয়। ২০১৮ সালের ৭ মে খোকসা জানিপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয় সরকারীকরণ করে প্রজ্ঞাপন জারি করে শিা মন্ত্রণালয়।

উপসচিব মোছাঃ শাম্মী আক্তার স্বারিত প্রজ্ঞাপনে বলা হয়, জাতীয়করণকৃত খোকসা জানিপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে কর্মরত ১৯ (উনিশ) জন শিক্ষককে ‘জাতীয়করণকৃত উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও অশিক্ষক কর্মচারী (মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর) আত্তীকরণ বিধিমালা-১৯৮৩’ (অধিকতর সংশোধনী-১৯৯৪ ও ১৯৯৫) অনুযায়ী প্রতিষ্ঠান সরকারীকরণের তারিখ হতে তাঁদের নামের পার্শ্বে বর্ণিত পদে এডহক ভিত্তিতে নিয়োগ প্রদান করা হলো।

জারিকৃত প্রজ্ঞাপনে অনুক্রমে সহকারী শিক্ষক পদে নিয়োগ পেলেন, প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) শহিদুল ইসলাম, আরিফুল ইসলাম, রোজিনা খাতুন, সাইদুর রহমান, ইদি আমিন, শারমিন সুলতানা, রেজাউল ইসলাম, সাইফুল ইসলাম, সুজিত কুমার বিশ্বাস, সালাম শেখ, মঞ্জুরুর রহমান, জাহাঙ্গীর হোসেন, মনিরুল ইসলাম, আব্দুল মমিন, মুহম্মদ শরিফুল ইসলাম, সজীব হাসান,শারমিন সীমা, তোফাজ্জেল হোসেন ও কোহিনূর আলম।

এ ছাড়াও প্রতিষ্ঠানটিতে বর্তমান কর্মরত ৫ জন তৃতীয় ও চতুর্থ শ্রেীণর কর্মচারীকের নিয়োগ দেওয়া হয়েছে।

বিদ্যালয়টির প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) শহিদুল ইসলাম সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান। মাধ্যমিক শিক্ষার মান উন্নয়নে সরকারে শিক্ষা নীতি বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করেন।