স্টাফ রিপোর্টার
কুষ্টিয়ার খোকসায় ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে সেমিনার ও পুরস্কার বিতরণ করা হয়।
শনিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সেমিনার ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান হাজী সদর উদ্দিন খান। সেমিনারে আলোচনা করেন ডাঃ কামরুজ্জামান সোহেল, সহকারী কমিশনার (ভূমি) ইসহাক আলী, মাধ্যমিক শিক্ষা অফিসার নাজমুল হক, মহিলা বিষয়ক কর্মকর্তা রুবি আক্তার, সমবায় অফিসার এনামুল হক, একাডেমিক সুপারভাইজার মিলন, সাংবাদিক শেখ সাইদুল ইসলাম প্রবীন প্রমুখ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মেজবাহ উদ্দীন।
ডিজিটার বাংলাদেশ দিবস উপলক্ষে অনুষ্ঠিত চিত্রাঙ্কনসহ কয়েকটি ইভেন্টের প্রতিযোগীতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। চিত্রাঙ্কনে প্রথম স্থান অধিকার কারী শিশু প্রতিযোগী অরণ্য সাহা হাতেপুরস্কার তুলে দিচ্ছেন অতিথিরা।