খোকসায় পূর্ব শত্রুতার জের

0
149
Farmar-droho-16-p3

কৃষকের ৪ বিঘা জমির পেয়াজে ঘাস মারা ওষুধ দিল প্রতিপক্ষ

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় পূর্ব শত্রুতার জের ধরে দুই কৃষকের প্রায় ৪ বিঘা জমির উঠতি পেয়াজের ক্ষেতে ঘাসমারা ওষুধ ছিটিয়ে ফসল নষ্ট করে দিয়েছে প্রতিপক্ষ।

জানা গেছে, সোমবার রাতে আধারে দূর্বৃত্তরা উপজেলা বেতবাড়িয়া ইউনিয়নের জালবা গ্রামের কৃষক মছলেম আলী খা পচাই ও আব্দুল হাই এর প্রায় ৪ বিঘা জমির উঠতি পেয়াজের ক্ষেতে ঘাস মারা ওষুধ ছিটিয়ে দেয়। পর দিন মঙ্গলবার সকালে অন্য কৃষকরা বিষয়টি টের পেয়ে ক্ষতিগ্রস্থ কৃষকদের খবর দেয়। বেলা বারার সাথে সাথে ঘাস মার ওষুধের বিষক্রিয়া জমি গুলোর সিংহ ভাগ পেঁয়াজের গাছ মরা যায়।

Farmar-droho-16-p4

কৃষক আব্দুল হাই জানান, কয়েক মাস আগে গ্রামে প্রতিপক্ষের সাথে বিরোধ হয়। এ ঘটনা কেন্দ্র করে প্রতিক্ষ রাতের আঁধারে তার উঠতি পেয়াজের জমিতে ঘাস মারা ওষুধ ছিটিয়ে দিয়ে গেছে। এতে কৃষকেদের প্রায় ৪ লক্ষাধীক টাকার ফসল হানি হয়েছে বলেও তিনি দাবি করেন। কৃষক জানান, ফসলের সাথে শত্রুতা না করে তাকে হত্যা করলেও তিনি এত ব্যথা পেতেন না। তিনি এ ব্যাপারে খোকসা থানায় মামলা করার চেষ্টা করছেন বলেও জানান।

ঘটনা স্থল জালগবা সোনা পাতিল গ্রামে মাঠে ক্ষতিগ্রস্থ কৃষকের জমিতে পরিদর্শনে উপস্থিত খোকসা থানা পুলিশের এসআই শাহীন জানান, মামলা হয়নি। কৃষকের ক্ষতিগ্রস্থ ফসল পরির্দনে তিনি উপস্থিত হয়েছেন।