খোকসা পৌরসভার নির্বাচন নিয়ে বিশেষ আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

0
117
DC-KHOKSA-DROHO-14-P3
কুষ্টিয়ার জেলা প্রশাসককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান উপজেলা প্রশাসন

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসা পৌরসভার আসন্ন নির্বাচন সামনে রেখে আইন শৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।

আগামী ২৮ ডিসেম্বর খোকসা পৌরসভা ৪র্থ নির্বাচনের ভোট গ্রহন। মেয়র পদে আওয়ামী লীগের দলীয় নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান মেয়র তারিকুল ইসলাম তারিক ও বিএনপির দলীয় ধানের শীর্ষ প্রতীক নিয়ে নাফিজ আহমেদ রাজু প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ছাড়া সংরক্ষিক নারী আসনের ১০ কাউন্সিলর প্রার্থীসহ ৪১জন কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। পৌর সভার ৯ ওয়ার্ডে ১৪৯২৩ জন ভোটার রয়েছেন।

সোমবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে আইন শৃঙ্খলা বিষয়ক বিশেষ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আসলাম হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মুহাম্মদ আবু আনছার, অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান হাজী সদর উদ্দিন খান।

অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক আসলাম হোসেন বলেন, প্রথম ধাপে জেলায় একটি মাত্র পৌর সভার নির্বাচন হবে। এ নির্বাচন অবাদ নিরপেক্ষ করতে প্রশাসন সব ব্যবস্থা নেবে। ইভিএমন সম্পর্কে তিনি বলেন, ভোট গ্রহণের সব থেকে সহজ পদ্ধতি। এখানে ভোটার তার নিজের ভোট দিতে পারবে। তাই ভোটার উপস্থিত করতে হবে। সবাই যাতে নির্ভয়ে ভোট দিতে আসে সেই বিষয় নিশ্চিত করতে হবে।

এ সভায় আওয়ামী লীগের মেয়র প্রার্থী তারিকুল ইসলাম তারিক ও বিএনপি মেয়র প্রার্থী নাফিস আহমেদ রাজু সহ কাউন্সিলর প্রার্থীরা উপস্থিত ছিলেন। এ ছাড়াও কুষ্টিয়া সদর সার্কেল আতিকুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) ইসহাক আলী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক, ভাইস চেয়ারম্যান সেলিম রেজা উপস্থিত ছিলেন।