স্টাফ রিপোর্টার
কুষ্টিয়ার খোকসা পৌরসভার ভাতাভোগী প্রতিবন্ধী, বিধবা ও বয়স্কদের সরাসরি যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়।
বুধবার সকাল ৯ টায় ১,২ ও ৩ নং ওয়ার্ডের ভাতাভোগীদের যাচাই-বাছাই হয় খোকসা সরকারি কলেজে। একই সময়ে ৪,৫,৬ খোকসা পৌরভবনে ও ৭, ৮ ,৯ এর যাচাই বছাই হয় খোকসা জানিপুর বালিকা বিদ্যালয়ে।
আরও পড়ুুন – ঈদ ও পূজার ছুটি বাড়ানোর প্রস্তাব যাচ্ছে উপদেষ্টা পরিষদে
উপজেলা সমাজকর্মী উজ্জ্বল হোসেন রুমেল বলেন, যারা ভুয়া ভাতাভোগী এবং মৃত ভাতাভোগী আছে তাদেরকে সনাক্ত করার জন্য এই যাচাই বছাই করা হচ্ছে। যদি কেহ অসুস্থ এবং উপজেলার বাহিরে আছেন তাদেরকে অতিসত্বর উপজেলা সমাজসেবা অফিসে যোগাযোগ করতে বলেন। এই যাচাই-বাছাই কার্যক্রম চলে বিকাল ৪টা পর্যন্ত।