খোকসা প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

0
147
khoksa-press-clab-droho-21-p1

স্টাফ রিপোর্টার

খোকসা প্রেসক্লাবের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

khoksa-press-clab-droho-21-p4

শনিবার বিকালে খোকসা প্রেসক্লাবের হল রুমে ঘরোয়া পরিবেশে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাহ্ উদ্দীন, বিশেষ অতিথি ছিলেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান তালুকদার, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ফজলুল হক, সাবেক উপাধ্যক্ষ রবীন্দ্র নাথ বিশ্বাস।

khoksa-press-clab-droho-21-p3

ক্লাবের সাধারণ সম্পাদক শেখ সাইদুল ইসলাম প্রবীনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক রঞ্জন ভৌমিক, মনিরুল ইসলাম মাসুদ, সুমন কুমার মন্ডল, মনিরুল ইসলাম মনি, হুমায়ুন কবির প্রমুখ।

khoksa-press-clab-droho-21-p2

প্রেসক্লাবের সভাপতি মুনসী লিটনের সভাপতিত্বে আলোচনা সভা ও এ দোয়া মাহাফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন হাফেজ সালাউদ্দিন। পরে ক্লাবের ২১ তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।