স্টাফ রিপোর্টার
সংবাদপত্র ও সাংবাদিক স্বাধীনতা এবং রাষ্ট্রের পাহাড়াদারের মত। সংবাদ মাধ্যমকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বলা হয়ে থাকে। বস্তুনিষ্ঠ সাংবাদিকতার জন্য সাটিফিকেটের প্রয়োজন নেই। তবে সাংবাদিকতা চর্চার জন্য প্রচুর জ্ঞানার্জনের প্রয়োজন রয়েছে বলে মনে করেন খোকসা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভুমি) ইসহাক আলী।
রবিবার সন্ধ্যায় খোকসা প্রেসক্লাবের হল রুমে ক্লাবের প্রতিষ্ঠার ২২ বছর উৎযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খোকসা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভুমি) ইসহাক আলী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আশিকুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ফজলুল হক, শোমসপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইন উদ্দিন, শোমসপুর বালিকা বিদ্যালয়ে প্রধান শিক্ষক শরিফুজ্জামান, সাংবাদক হুমায়ুন কবির, বাদশা খান প্রমুখ।
খোকসা প্রেসক্লাবের ২২ বছর উৎযাপন অনুষ্ঠানে অতিথি ও সাংবাদিকদের বিভিন্ন ইউনিটের সভাপতিরা কেক কাটায় অংশ গ্রহন করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন খোকসা প্রেসক্লাবের সাধারন সম্পাদক শেখ সাইদুল ইসলাম প্রবীন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুনসী লিটন।
উল্লেখ্য, ২০০০ সালের ২০ ফেব্রুয়ারি খোকসা প্রেসকাবের যাত্রাশুরু হয়। সাংবাদিক ও সম-মনাদের সার্বিক সহয়তা এবং অনুপ্রেরণায় প্রতিষ্ঠানটি ২২ বছরের যাত্রা শুরু করলো।