স্টাফ রিপোর্টার
খোকসা বাজারের মৌলভী সাহেব মেডিকেল হল নামের একটি ওষুধের দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।
বুধবার দিনগত রাতে খোকসা উপজেলা সদরের বাজারের বড় মসজিদ মার্কেটে ওই চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় মালার প্রস্তুতি চলছে।
পুলিশ ও ব্যবসায়ী জানায়, রাত দেড়টার দিকে মৌলভী সাহেব মেডেকেল হলের টিনের চালের উপর একজন সন্দেহ ভাজনকে দেখা যায়। এ সময় বাজারের নৈশ প্রহরী ও টহল পুলিশ তৎপর হয়ে ওঠে। রাতেই ওই ব্যবসায়ীকে ডেকে এনে দোকান খোলা হয় কিন্তু ততক্ষনে চোর চক্র পালিয়ে যায়।
ব্যবসায়ী মানিক জানান, পুলিশ ও নৈশ প্রহরীদের মাধ্যমে খবর পেয়ে রাত ২ টার দিকে তিনি দোকানে ফিরে আসেন। কিন্তু ততক্ষনে চোর পালিয়ে যায়। চোরদের ব্যবহারের কিছু যন্ত্রপাতি রাতেই পুলিশ উদ্ধার করে। নগদ টাকা ও মালামাল সহ ৭/৮ লাখ টাকার ক্ষতি হয়েছে। মামলা করার প্রস্তুতি চলছে বলেও জানান।
ঘটনা স্থলে উপস্থিত থানা পুলিশের এএসআই সোহেল জানান, মসজিদ মার্কেটের পশ্চিম পাড়ের ইন্তাজ আলী লজের এক ভারাটিয়া মৌলভী সাহেব মেডিকেল হলের টিনের চালের উপর চোরকে দেখতে পায়। এ সময় তারা ঘটনা স্থলের কাছে টহলে ছিল। তারা ছুটে আসেন। রাতেই দোকান মালিককে ডেকে আনা হয়। চোরদের ব্যবহারের যন্ত্রপাতি ও সিসিটিভির ফুটেজ সংগ্রহ করা হয়। ব্যবসায়ী মামলা দিয়েছেন।