মুক্তিযোদ্ধা বান্ধব এ সরকার ৪১ সাল পর্যন্ত স্মার্ট বাংলাদেশ গড়ে -সদর উদ্দিন খান
স্টাফ রিপোর্টার
কুষ্টিয়ার খোকসায় শহীদ ও প্রয়াত বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের হল রুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সদর উদ্দিন খান।
অনুষ্ঠানের অন্যান্যদের মধ্যে ঊক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তারিকুল ইসলাম, ইয়ারুল ইসলাম, খোকসা ইউনিয়ন পরিষদেও চেয়ারম্যান আব্দুল মালেক, ইউপি চেয়ারম্যান আব্দুল কুদ্দুস, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আল মাসুম মোরশেদ শান্ত প্রমুখ।
সদর উদ্দিন খান তার বক্তব্যে বলেন, আওয়ামী লীগ মতায় থাকলে দেশের মুক্তিযোদ্ধারা ভালো থাকবে। আওয়ামী লীগের সরকার মুক্তিযোদ্ধাদের কল্যাণে ভাতা বৃদ্ধি করেছে, বীরনিবাস নামে গৃহ নির্মাণসহ বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা প্রদান করেছে। আপনাদের সমর্থন থাকলে মুক্তিযোদ্ধা বান্ধব এই সরকার ৪১ সাল পর্যন্ত স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবে।
শহীদ ও প্রয়াত মুক্তিযোদ্ধাদের স্মরণ করে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক। দোয়া মাহফিলটি পরিচালনা করেন মওলানা মাহাবুবুর রহমান। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন কুমার বিশ্বাস।