স্টাফ রিপোর্টার
কুষ্টিয়ার খোকসা সরকারী ডিগ্রী কলেজের শিক্ষকদের মধ্যে ৪৬তম শোক দিবসের অনুষ্ঠানে বাকবিতান্ডার ঘটনা ঘটেছে। এক পক্ষের দাবি তিন শিক্ষক বিলম্বে আসায় ঘটনার সূত্রপাত হয়। অন্য পক্ষ বলছে দীর্ঘ দিনের ক্ষোভের বহিপ্রকাশ।
রবিবার সকালে খোকসা সরকারী ডিগ্রী কলেজের শিক্ষক উপবেশন কক্ষে জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের ৪৬তম শোক দিবসের অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করছিলেন কলেজের অধ্যক্ষ আনিস উজ জ্জামান। অনুষ্ঠানে শেষ সময়ে সভাস্থলে উপস্থিত হন তিন শিক্ষক। এ সময় অধ্যক্ষ শিক্ষকদের বিলম্বে পস্থিতির বিষয়ে প্রশ্ন করেন। এসময় অধ্যক্ষের অনুসারী শিক্ষকদের সাথে বিলম্বে আসা শিক্ষকদের বিকবিতান্ডা ও চেয়ার ছুড়ে হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। এ সময় সাধারণ শিক্ষকরা ঘটনা স্থলে ছুটে আসে এবং তারা পরিস্থিতি শান্ত করেন।
অধ্যক্ষপন্থী শিক্ষক আনিসুর রহমান জানান, সকাল সাড়ে ৯টায় শোক দিবসের আলোচনা শুরু হয়। কিন্তু সভার শেষে মুহুত্যে ভুগোল বিভাগের প্রধান অধ্যাপক শফিকুল ইসলাম স্বপন, সাজেদুল ইসলাম ও বাবু নামের তিন সিনিয়র শিক্ষক বিলম্বে আসার ব্যাপারে প্রশ্ন তোলে এতে ওইসব শিক্ষকরা ক্ষিপ্ত হলে বাকবিতান্ডা ও চেয়ার ফেলার ঘটনা ঘটে।
ভুগোল বিভাগের প্রধান অধ্যাপক শফিকুল ইসলাম স্বপনের সাথে কথা বলা হলে তিনি জানান, বিলম্বে আসার বিষয়ে অধ্যক্ষের কাছে অনুশোচনা জানানোর চেষ্টা করি। এ সময় অধ্যক্ষের অনুসারী জুনিয়র শিক্ষক আনুসুর রহমান সভাস্থলে হট্টোগোল বাধায়। জুনিয়র শিক্ষকের আচরণে তারা ব্যথিত বলেও জানান।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষক জানান, দীর্ঘদিন ধরে কলেজের নানা বিষয় নিয়ে শিক্ষকদের মধ্যে মতপার্থক্য চলে আসছে। শোকদিবসের অনুষ্ঠানে হট্টোগোল তারই বহিপ্রকাশ।
অধ্যক্ষ আনিস উজ জ্জামানের সাথে কথা বলার চেষ্টা করা হয় কিন্তু তিনি ফোন রিসিভ করেনি।
সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মেসবাহ উদ্দীন বলেন, শোকের অনুষ্ঠানে এ অবস্থা ঘটলে তা খারাপই হয়। তবে এ বিষয়ে তাকে কেউ জানাননি।