দ্রোহ অনলাইন ডেস্ক
জনমনে বিভ্রান্তি, অস্থিরতা ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে প্রবাসী সাংবাদিক ও কার্টুনিস্টসহ ১১ জনের বিরুদ্ধে দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় দুই জনকে আটক করেছে আইন শৃংখলা রক্ষা কারী বাহিনী।
ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মমলায় আসামি করা হয়েছে, কার্টুনিস্ট আহম্মেদ কবির কিশোর, ব্যবসায়ী মোস্তাক আহম্মেদ, তথ্যপ্রযুক্তিবিদ ও রাষ্ট্রচিন্তার সদস্য মোঃ দিদারুল ইসলাম ভূঁইয়া, মিনহাজ মান্নান, প্রবাসী সাংবাদিক তাসনিম খলিল, সাহেদ আলম, সায়ের জুলকারনাইন, আশিক ইমরান, ফিলিপ শুমাখার, স্বপন ওয়াহিদ, আসিফ মহিউদ্দীন।
রমনা থানার ওসি মনিরুল ইসলাম জানান, এই থানায় ডিজিটাল নিরাপত্তা আইনের এই মামলার আসামী কার্টুনিস্ট কবির কিশোরকে কাকরাইল ও মুশতাক আহমেদকে লালমাটিয়ার বাসা থেকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার রাতে আটকদের থানায় হস্তান্তর কওে র্যাব ।
তিনি বলেন, র্যাবের দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় বুধবার তাদের আদালতে পাঠানো হয়েছে। তবে রিমান্ডের কোনো আবেদন নেই।
ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, র্যাব-৩ এর ডিএডি জহিরুল ইসলাম বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে ওই মামলা দায়ের করেন।
মামলার এজাহারে বলা হয়েছে, র্যাব-৩ পর্যালোচনা করে দেখেছেন আই এম বাংলাদেশী (ইংরেজি হরফে লেখা) পেজের অ্যাডমিন সায়ের জুুলকারনাইন, আমি কিশোর, আশিক ইমরান, ফিলিপ শুমাখার, স্বপন ওয়াহিদ ও মোস্তাক আহম্মেদ নামে পাঁচজন দীর্ঘদিন ধরে ওই ফেসবুক পেজটি পরিচালনা করে আসছেন।
এই ফেসবুক পেজ থেকে জাতির জনক, বাংলাদেশের মুক্তিযুদ্ধ, মহামারী সম্পর্কে গুজব, রাষ্ট্র/সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করার অভিপ্রায়ে অপপ্রচার ও বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হচ্ছে। অপপ্রচার বা মিথ্যা জেনেও তাঁরা গুজবসহ বিভিন্ন তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়াচ্ছিলেন। এতে জনগণের মধ্যে বিভ্রান্তি, অস্থিরতা ও বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে বলে উল্লেখ করেছে র্যাব।