গোটা বাড়ি প্লাস্টিকের চাদরে ঢেকে দিলেন শাহরুখ

0
108
শাহরুখ খান

দ্রোহ বিনোদন ডেস্ক

বলিউড বাদশাহ শাহরুখ খান মুম্বাইয়ে অবস্থিত নিজের বাড়ি ‘মান্নাত’ প্লাস্টিকের চাদরে ঢেকে দিয়েছেন। বলতে গেলে একটি প্রাসাদকে প্লাস্টিকের প্যাকেটে বন্দি করে ফেলেছেন।

তার সেই ছবি পোস্ট করেছেন নিজের ইনস্টাগ্রামে। যা দেখে হতবাক নেটিজেনরা।

ভারতের সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, শুধু শুধু নয়, প্রাণঘাতী করোনা ভাইরাস থেকে নিজের পরিবারকে বাঁচাতে বাংলো বাড়ি প্লাস্টিক দিয়ে মুড়িয়ে ফেলেছেন শাহরুখ।

আরও দেখুন তৃতীয় শ্রেনীর –অনলাইন ক্লাস – ভাষা শহিদদের কথা (১)

সম্প্রতি মুম্বাইয়ে বিগ বি অমিতাভের বাড়িতে হানা দিয়েছে করোনা। আক্রান্ত করেছে অমিতাভের গোটা পরিবারকেই। বাদ যায়নি অভিষেক-ঐশ্বরিয়ার মেয়ে আরাধ্যও। শুধু অমিতাভই নন, মুম্বাইয়ে করোনায় বিপর্যস্ত হয়েছেন অনেক বলি সেলিবেটি। তাই কোনোরকম ঝুঁকি নিতে চান না কিং খান। চারপাশের অবস্থা দেখে নিজের পরিবারকে রক্ষা করতে এমন পদক্ষেপ নিয়েছেন তিনি।

আরও পড়ুন-শিশু নির্যাতনের ভিডিও ভাইরাল,বাবা গ্রেফতার

কিংখান তার বাংলোবাড়ি মান্নাতে ছেলে আরিয়ান খান থেকে সুহানা খান, আবাম খান এবং গৌরী খান সবাইকে নিয়ে থাকছেন। তাই তার চিন্তায় পড়াটা মোটেই অস্বাভাবিক নয়।