গোলাগুলির ঘটনায় বান্দরবানে নিহত ৬

0
145
Bandarban-Dro-7-p-3

দ্রোহ অনলাইন ডেস্ক

বান্দরবানের বাগমারা বাজার এলাকায় গোলাগুলির ঘটনায় ছয়জন নিহত হয়েছেন।

মঙ্গলবার সকাল সাতটার দিকে সদর উপজেলার রাজভিলা ইউনিয়নে এ গোলাগুলির ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন তিনজন এবং নিহত হয়েছে ছয়জন। নিহত ব্যক্তিরা জনসংহতি সমিতির এমএন লারমা গ্রুপের সদস্য। তবে কারা এ হামলা চালিয়েছে এবং কি কারনে চালিয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

গোলাগুলিতে নিহত ব্যক্তিরা হলেন ডেভিড মারমা (৪৫), প্রজিত চাকমা (৬৫), দিপেন ত্রিপুরা (৪২), জয় ত্রিপুরা (৪০), রতন তঞ্চঙ্গ্যা (৫৫), বিমল কান্তি চাকমা (৬০)।

আরও পড়ুনএন্ড্রু কিশোর না ফেরার দেশে

নিহার চাকমা, বিদ্যুৎ চাকমা, হ্লাওয়াংসিং নামের তিনজন আহত হয়েছেন।

বান্দরবান পুলিশ সুপার জেরিন আক্তার ছয়জন নিহত হওয়ার তথ্যের সত্যতা নিশ্চিত করে তিনি বলেন, আহত তিনজনকে বান্দরবান সদর হাসপাতালে নেওয়া হয়েছে।

বান্দরবান সদর হাসপাতালের চিকিৎসকেরা বলেন, আহত দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে। তাঁরা হলেন নিহার চাকমা ও বিদ্যুৎ চাকমা।