গ্রিন জোন ঘোষণা অতঃপর পাঁচজনের করোনা পজিটিভ

0
106
Jhenaidah-dro-9-p-1

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ জেলাকে দেশের একমাত্র গ্রিন জোন ঘোষণা করা হয়। এমন ঘোষণার একদিনের মাথায় দিনেই নতুন করে পাঁচজন করোনায় আক্রান্ত হয়েছেন।

সোমবার ২৮ জনের নমুনা পরীক্ষা করে অতঃপর পাঁচজনের করোনা পজিটিভ আসে। এ জেলায় এখন অব্দি ৬০ জনের দেহে করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেল।

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনোম সেন্টার থেকে পরীক্ষায় ৩ জন এবং কুষ্টিয়া মেডিকেল কলেজ ল্যাব থেকে পাওয়া ফলাফলে দু’জন পজিটিভ হয়।

ঝিনাইদহের করোনা সেলের মুখপাত্র ডাঃ প্রসেনজিৎ বিশ্বাস এ তথ্য নিশ্চিত করে বলেন, সোমবার যশোর ও কুষ্টিয়া পিসিআর ল্যাবে জেলার মোট ২৭টি নমুনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে পাঁচটি নমুনা পজিটিভ হয়।

এ জেলায় কোভিড-১৯ শনাক্ত হলেন ঝিনাইদহ সদর উপজেলার একজন, কালীগঞ্জের তিনজন এবং হরিণাকুন্ডু উপজেলার একজন । এ সময় পর্যন্ত জেলার ৯৭৬ জনের নমুনা সংগ্রহের পর দেশের বিভিন্ন ল্যাবে পরীক্ষা করা হয়।

এর আগে রবিবার মাত্র একজনের শরীরে করোনা শনাক্ত হয়েছিল খুলনা ল্যাবে। ওইদিন ৭২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছিল। এখন পর্যন্ত এ জেলায় করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন পাঁচজন। মরদেহ থেকে নমুনা পরীক্ষা করে তাদের ফলাফল নেগেটিভ আসে। গ্রিন জোন ঘোষিত জেলায় এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৩৮ জন।