গড়াই নদীতে নিখোঁজ স্কুল ছাত্রের মৃতদেহ উদ্ধার

0
63
নদীতে নিখোজ স্কুল ছাত্র নূসাদ আমানের কফিনের দিকে নিষ্পলক চেয়ে আছে ছোট ভাই রুসাদ আরস

স্টাফ রিপোর্টার

বন্ধুদের সাথে গড়াই নদীতে গোসলে নেমে নিখোঁজের ২৪ ঘন্টা পর অষ্টম শ্রেণির ছাত্র নূসাদ আমানের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। কাফনের দিকে নিষ্পলক তাকে শুধু বারবার চোখ মুখছিল নিহতের ছোট ভাই চতুর্থ শ্রেণির ছাত্র রুসাদ আরস। সন্তানের শোকে সজ্ঞাহীন মা শাহানা ইসলামকে স্যালাইন দিয়ে রাখা হয়েছে।

কুষ্টিয়ার খোকসার জানিপুর পুরাতন বাজারের বোর্ড হাউস এলাকার মিলুর ঘাটে গড়াই নদীতে নিখোঁজ স্কুল ছাত্র নূসাদ আমানের মৃতদেহ মঙ্গলবার সকাল ১১ টার দিকে ঘটনা স্থল থেকে ১ কিলোমিটার ভাটিতে ভেসে ওঠে। এ সময় ঘটনা স্থল ও আশপাশে মৃতদেহের সন্ধ্যানে অভিযানে ছিল খুলনা থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুড়ি দল। বিকাল তিনটায় একতারপুরে গ্রামের বাড়িতে কবরস্থানে দাদার পাশে তাকে সমাহিত করাহয়।

আমানের মৃতদেহ ঘিরে উৎসুক নারী পুরুষ।

বেলা ১২টার দিকে আ্যাম্বুলেন্স যোগে স্কুল ছাত্র নূসাদ আমানের মৃতদেহ তার গ্রামের বাড়ি জানিপুর ইউনিয়নের পশ্চিম একতারপুর গ্রামে আনা হলে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারনা হয়। গ্রামের নারী পুরুষ মৃতদেহ দেখতে আমানের দাদা বাড়ির উঠানে ভিড় জমায়। প্রতিটি নারী পুরুষ ছিল অশ্রæশিক্ত। অপর দিকে শ্বশুর বাড়ির ঘরে অচেত হয়ে পরে আছেন নিহত আমানের মা শাহানা ইসলাম। তাকে স্যালাইন দিয়ে রাখা হয়েছে। জ্ঞান ফিরলেই ছেলের জন্য আহাজারি করে উঠছেন। তাকে ঘিরে রেখেছে নিকট জনেরা।

তখন (মঙ্গলবার) বিকাল তিনটা একতারপুর পশ্চিম পাড়া নতুন কবর স্থানে দাদা মৃত আতিয়ার বিশ্বাসের পাশে আমানের দাফনের প্রস্তুতি চলছে। মৃত স্বজনের মুখ শেষ বারের মত দেখার জন্য বাড়ির আঙ্গিনায় আনা হয়। মৃতদেহ ঘিরে স্বজনরা আহাজারি করছে। কাফনের দিকে নিষ্পলক তাকিয়ে বারবার চোখ মুখছিল নিহতের ছোট ভাই চতুর্থ শ্রেণির ছাত্র রুসাদ আরস। নিকট জনেরা শিশু আরসকে শান্ত করার চেষ্টা করছে। অনেকেই মৃত ভাইকে গভীর ভাবে দেখার সুযোগ করে দিতে ব্যস্ত।

প্রত্যক্ষদর্শী মনিরুল ইসলাম জানান, সকালে তিনি কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বেড় হয়েছেন। এমন সময় নদী তীরের বাসিন্দার মাবিয়া নামের এক নারী নদীতে মৃতদেহ ভাসতে দেখে তাকে জানায়। তিনিও নদীতে ১২/১৩ বছরের একটি মৃতদেহ ভাসতে দেখে ডুবুরি দলকে খবর দেয়। পরে শিক্ষার্থীর আমানের আত্মীয় ও ডুবুরি দলের সদস্যরা মৃতদেহ উদ্ধার করে।

খোকসা ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার নজরুল ইসলাম জানান, ঘটনা স্থল থেকে প্রায় ১ কিলোমিটার ভাটিতে একটি মৃতদেহ ভাসতে দেখে স্থানীয়রা তাদের খবর দেয়। বেলা ১১ টার পর গড়াই নদীর ঋষিপাড়া ঘাট এলাকা থেকে মৃতদেহ উদ্ধার করে পুলিশে হস্তান্তর করেছেন। পুলিশ পরিবারের কাছে মৃতদেহ হস্তান্তর করেছে।

খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আননুর যায়েদ বলেন, সোমবার সন্ধ্যা পর্যন্ত ডুবুরি দল উদ্ধার অভিযান চালায়। মঙ্গলবার সকাল থেকে তারা দ্বিতীয় দিনের উদ্ধার অভিযান শুরু করে। ঘটনাস্থল থেকে এক কিলোমিটার দূরে লাশটি উদ্ধায় হয়। লাশ পরিবারে কাছে হস্তান্তর করা হয়েছে।

নিহত নূসাদ আমান উপজেলার জানিপুর ইউনিয়নের পশ্চিম একতার গ্রামের প্রবাস ফেরত শামীম হাসানের ছেলে। উপজেলা সদরের থানা পাড়ার পাঁচ বিল্ডিং এলাকায় ভাড়া বাড়িতে বসবাস করে। সে খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র। সোমবার নূসাদ আমান নিখোঁজ হওয়ার সময় তার সহপাঠি সানি, সাকিন ও বর্ণ এক সাথে নদীতে গোসলে নেমেছিল। মঙ্গলবার সকালে নদীতে মৃতদেহ ভেসে ওঠে। বিকাল তিনটায় তার গ্রামের বাড়ি একতারপুরে স্থানীয় কবর স্থানে তার দাফন করা হয়।