কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার গড়াই নদীতে বন্ধুদের সাথে নৌকা ভ্রমণে গিয়ে পানিতে পরে শুভ (১৮) নামের এক যুবক নিখোঁজ হয়েছে।
শুক্রবার বিকালে কুষ্টিয়া জেলা পরিষদ পার্কের সামনে গড়াই নদীতে ওই যুবক নিখোঁজ হয়। সে পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের উত্তর মিলপাড়ার দুলাল আলীর ছেলে। নিখোঁজ যুবক শুভকে উদ্ধারে কুষ্টিয়ার ফায়ার সার্ভিসের একটি দল নদীতে অভিযান শুরু করেছে।
নিখোঁজ যুবকের পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শুভসহ ৫ বন্ধু বিকালে নৌকা ভ্রমনের কথা বলে বাড়ি থেকে বেড় হয়। এক পর্যায়ে শুভ নদীর পানিতে পরে যায়। এ সময় বন্ধুরা তাকে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হয়। শুভ গড়াই নদীর পানিতে তলিয়ে যায়। রাত সাড়ে ১০ টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত যুবকের সন্ধান মেলেনি।