গড়াই নদী থেকে বালু উত্তোলনের দায়ে দুইজনের কারাদণ্ড

0
121
অবৈধ বালু উত্তলোনের দৃশ্য

কুমারখালী প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে সরকারি নির্দেশ অমান্য করে গড়াই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় দুইজনকে ২০ দিনের কারাদ- প্রদান করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রাজীবুল ইসলাম খান এই রায় প্রদান করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার কয়া ইউনিয়নের ফুলতলা নামক স্থানে গড়াই নদী থেকে সরকারি নির্দেশ অমান্য করে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহন করার অপরাধে ঘটনাস্থল থেকে জড়িত দুইজনকে আটক করা হয়। এ সময় ভ্রাম্যমান আদালতের বিচারক রাজীবুল ইসলাম খান বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর বিধান অনুযায়ী আকাশ (২০) ও সালাম (৩৫) কে ২০ দিনের বিনাশ্রম কারাদ- প্রদান করেন।