ঘরে থেকেও করোনায় আক্রান্ত হলেন নায়িকা পপি

0
117
ফাইল ছবি

দ্রোহ বিনোদন ডেস্ক

ঘরে থেকেও নায়িকা পপি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। করোনা ভাইরাসের উপসর্গ দেখা দিলে তিনি গত সপ্তাহে তিনি নমুনা পরীক্ষা করান এবং সম্প্রতি তার রির্পোটের ফলাফল পজিটিভ আসে। বর্তমানে তিনি খুলনার নিজ বাসায় আইসোলেশনে আছেন। তিনি নিজেই এ খবরটির সত্যতা নিশ্চিত করেন।

পপি বলেন, ‘বেশ কিছুদিন হলো তাঁর জ্বর ছিল, সঙ্গে কাশিও। মাঝে জ্বর কমেও গিয়েছিল। কিন্তু শরীর ভালো লাগছিল না। একসময় শ্বাসকষ্ট অনুভূত হচ্ছিল। পরে পরিবারের লোকেরা করোনার জন্য নমুনা পরীক্ষা করাতে পরামর্শ দিলে গত বুধবার পরীক্ষার ফলাফল হাতে পেয়েছেন তিনি।

আরও দেখুনঅনলাইন ক্লাস-স্বাধীনতা দিবসকে ঘিরে (১)

আরও দেখুন-অনলাইন ক্লাস-স্বাধীনতা দিবসকে ঘিরে (২)

আরও দেখুন– ওদের ঘুম কেড়ে নিয়েছে গড়াই

পপি আরও বলেন, বর্তমানে শ্বাসকষ্ট কিছুটা বেড়েছে। জ্বর ও কাশি দুটোই আছে। শরীর প্রচন্ড দুর্বল। বাসায় আলাদা থেকে পারিবারিক ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিচ্ছি। সবাই আমার জন্য দোয়া করবেন।