ঘূর্ণিঝড় জওয়াদে ফসলহানী

0
145

ঘূর্ণিঝড় জওয়াদের প্রভাবে সৃষ্ট লঘুচাপে উঠতি আমন ধান, ডাল ও তৈল জাতীয় ফসলের ব্যপক ক্ষতি হয়েছে। গরুর খাবার বিচালী করার জন্য কৃষকরা জমি থেকে ধান কেটে রোদে শুকাতে দিয়েছিল। গত দুই দিনের টানা বৃষ্টিতে ভেসে গেছে ক্ষেতের টাকা ধান। ছবি গুলো ঝিনাইদহ জেলার বিভিন্ন এলাকা থেকে তোলা।