চমকপ্রদ তথ্য দিলেন ইমরান হাশমি

0
114
ইমরান হাশমি

দ্রোহ বিনোদন ডেস্ক

চমকপ্রদ তথ্য হলো- ‘সিরিয়াল কিসার’ ইমরান হাশমি। এবার তিনি কমেডি ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। ১৬ বছরের ক্যারিয়ারে এই প্রথম কোন কমেডি ছবিতে কাজ করতে যাচ্ছেন ৪১ বছর বয়সী এই অভিনেতা। বিষয়টি তিনি নিজেই নিশ্চিত করেছেন।

ক্যারিয়ারের শুরুতে তিনি ‘মার্ডার’-এর মতো বেশ কিছু ছবিতে অভিনয় করেছিলেন। সেজন্য তাকে অনেকেই ‘সিরিয়াল কিসার’ ও ‘ব্যাড বয়’ নামে অভিহিত করতেন। তবে এবার তিনি এ ধরনের চরিত্রে অভিনয় করতে চান না। যা বছর খানেক আগেও সাক্ষাৎকারে এমনটাই বলেছিলেন ইমরান হাশমি।

তাই নিজের চির চেনা ইমেজ থেকে বের হয়ে একটু অন্য রকম ছবিতে অভিনয় করে নিজের ভাগ্য পরীক্ষা করেছিলেন বলিউডের এই অভিনেতা। কিন্তু তার ভাগ্য সুপ্রসন্ন হয়নি। তার অভিনীত ‘হোয়াই চিট ইন্ডিয়া’ বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। বর্তমানে ইমরান হাশমির হাতে রয়েছে ‘মুম্বাই সাগা’ এবং ‘চেহরে’ ছবি দুটির কাজ।