দ্রোহ ডেস্ক
আকস্মিক টনের্ডোর আঘাতে চরফ্যাশন উপজেলার আসলামপুর ইউনিয়নে প্রায় ৫০টি বসত বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে।
ক্ষতিগ্রস্ত প্রায় ৩০টি পরিবার এখন খোলা আকাশের নিচে। জানা গেছে, শনিবার দিনগত রাত সাড়ে ৩টার দিকে আসলামপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডে হঠাৎ টর্নেডো আঘাত হানে।
এসময় আসবাবপত্র ও দুইটি অটো রিক্সাসহ ৩৫টি বসতঘর ও ৩টি ব্যবসা প্রতিষ্ঠান ভেঙ্গে যায় এবং ২০টি বসতঘর আংশিক ভেঙ্গে যায়। এছাড়াও বেতুয়া সড়কে গাছ ভেঙ্গে সড়ক বন্ধ হয়ে গেলে স্থানিয়রা গাছ কেটে সড়ক পরিস্কার করে।
তবে ঘর চাপা পড়া ক্ষতিগ্রস্ত পরিবারগুলো সামান্য আহত হলেও গুরতর আহতের কোনো খবর পাওয়া যায়নি। স্থানিয়দের ধারনা, টর্নেডোর আঘাতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
পরদিন রবিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন ও স্থানিয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন বলেন, ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছি এবং সরকারের পক্ষ থেকে তাদের সহায়তা করা হবে।