চলতি বছরে বলিউড থেকে যাঁদের হারালাম

0
117
সংগৃহিত ছবি

সুমন বিশ্বাস

২০২০ সালটা শুরু হয়েছে ভিন্ন রকমের। চারিদিকে মৃত্যুর মিছিলে স্তব্ধ ছিল বছরের প্রথম দিন। বছরের শুরু থেকেই একের পর এক মন্দ খবর পাচ্ছে মানুষ।

করোনা ভাইরাস মানুষকে গৃহবন্দি করে দিয়েছে চলতি বছরের আগে থেকেই। এর মধ্যে আম্পান মানুষকে করেছে ঘরছাড়া। লকডাউন নামক জনভীতি জীবিকা কেড়ে নিয়ে মানুষকে করেছে নিঃস্ব।

আরও দেখুন

আত্মহত্যা করলেন বলিউডের অভিনেতা সুশান্ত সিং রাজপুত

এসব এর মধ্যে একের পর এক শিল্পীকে হারাতে শুরু করে সিনেমা প্রেমীরা। বিশেষ করে মৃত্যু যেন বলিউডের পিছু ছাড়তে চাইছে না। ইরফান খান, ঋষি কাপুর, সুশান্ত সিং রাজপুতসহ কত মৃত্যুই না দেখল সিনেপ্রেমীরা। তাই এই বছরটাকেই ইতিহাসের পাতা থেকে মুছে ফেলতে চান শিল্পী ও সিনেপ্রেমীরা।