চাঁদরাতে ভাইয়ের দায়ের কোপে ভাই খুন

0
144
Avoinagar-Dro-25-p-16-compressed
প্রতিকী ছবি।

দ্রোহ অনলাইন ডেস্ক

যশোরের অভয়নগরে পারিবারিক কলহের জেরে মামাতো ভাই খুন করলো ফুফাতো ভাইকে।

মামাতো ভাই জাকির মোল্লার দায়ের কোপে ফুফাতো ভাই এরশাদ বিশ্বাস (৩০) নিহত হয়েছেন।

রোববার সন্ধ্যায় অভয়নগর উপজেলার পুড়াখালি গ্রামে এ ঘটনা ঘটেছে।

পুড়াখালী গ্রামের ইবাদ বিশ্বাসের ছেলে নিহত এরশাদ বিশ্বাস এবং জাকির মোল্লা একই গ্রামের জিন্নাহ মোল্লার ছেলে।

পুলিশ সূত্রে বলা হয়েছে, জাকির মোল্লার স্ত্রীকে কটুক্তি করার জেরে রোববার সন্ধ্যায় জাকির হোসেন মামাতো ভাই এরশাদ বিশ্বাসকে ধারালো দা দিয়ে কুপিয়ে আহত করে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তাকে গুরুতর অবস্থায় ভর্তি করা হয়। সোমবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

অভয়নগর থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম বলেন, পারিবারিক কলহের জেরে এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। হত্যার সাথে জড়িতকে দ্রæত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।