চিংড়িমাছে জেল মেশানোয় মাছ ব্যবসায়ীকে জরিমানা

0
91

কুষ্টিয়া প্রতিতনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে চিংড়িমাছের সাথে তিকারক জেল মিশিয়ে বিক্রির অভিযোগে এক মাছ বিক্রেতাকে দুই হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার দুপুরে কুমারখালী পৌরসভার তহবাজারে আদালত পরিচালনা করা হয়। আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিরুল আরাফাত।

জানা গেছে, একজন সরকারি কর্মকর্তা সকালে পৌরসভার তহবাজারের মাছ বিক্রেতা মোস্তফা কামালের কাছ থেকে ৭০০ টাকা কেজি দরে আধাঁকেজির চিংড়িমাছ ক্রয় করেন। মাছ গুলো বাড়িতে নিয়ে কুটার সময় তাঁর স্ত্রী টের পান মাছে জেল মিশানো। সাথে সাথে তিনি উপজেলা সহকারী কমিশনারের ( ভূমি) কাছে অভিযোগ করেন।

পরে অভিযান চালিয়ে অভিযোগের সত্যতা পাওয়াই ভোক্তা অধিকার ও সংরণ আইনে ওই মাছ বিক্রেতাকে দুই হাজার টাকা জরিমানা করেন সহকারী কমিশনার। এছাড়াও জেল মিশানো জব্দকৃত তিন কেজি মাছ ধ্বংস কওে দেন।

উপজেলা সহকারী কমিশার (ভূমি) আমিরুল আরাফাত বলেন, জেল মিশিয়ে চিংড়িমাছ বিক্রি হচ্ছে – এমন অভিযোগের ভিত্তিতে তিনি অভিযান পরিচালনা করেন। অভিযানে অভিযোগের সত্যতা পাওয়ায় মোস্তফা কামাল নামের এক বিক্রেতাকে দুই হাজার টাকা জরিমানা এবং প্রায় তিন কেজি মাছ ধ্বংস করেছেন তিনি।