চুরি যাওয়া চাল ও কাভার্ডভ্যান উদ্ধার

0
141
আটক চালক - হেলপার

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার খাজানগর চালের মোকামের এক চালকল মালিকের ৪৭০ বস্তা চাল নির্দিষ্ট গন্তব্যে না পৌঁছে কৌশলে অন্যত্র বিক্রি করে দিয়েছিল সংঘবদ্ধ একটি প্রতারক চক্র। প্রায় এক মাসের প্রচেষ্টায় বিষয়টির সুরাহা করেছে কুষ্টিয়া জেলা পুলিশ।

পুলিশ এ ঘটনায় চুরি হয়ে যাওয়া ৪৭০ বস্তা চালসহ ওই কাভার্ডভ্যানটি উদ্ধার করতে সম হয়েছে। সেই সাথে চক্রের সক্রিয় সদস্য ওই কাভার্ড ভ্যানের চালক ও হেলপারকে গ্রেফতার করেছে। ঘটনার সাথে জড়িত ওই কাভার্ডভ্যান চালক ও হেলপারকে আটকের পর তাদের স্বীকারোক্তি অনুযায়ী দেশের বিভিন্ন স্থান থেকে ওই চাল উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে পুলিশ এ তথ্য জানায়।

জানা গেছে, গত ৪ জানয়ারি দেশের দ্বিতীয় বৃহত্তম চালের মোকাম কুষ্টিয়ার খাজানগরে মেসার্স নুর অটো রাইস মিল মালিক আমিরুল ইসলাম একটি কাভার্ড ভ্যানে ১৩০০ কেজি ওজনের ৪৭০ বস্তা চাল নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের তিন ব্যবসায়ীর উদ্দেশ্যে পাঠায়। কিন্তু কাভার্ডভ্যান চালক মনিরুল ইসলাম ও হেলপার আলমগীর নির্দিষ্ট স্থানে ওই চাল না পৌঁছে অন্যত্র বিক্রি করে গা ঢাকা দেন। এ ঘটনায় ওই দিনই কুষ্টিয়া মডেল থানায় একটি মামলা দায়ের করেন মেসার্স নুর অটো রাইস মিলের মালিক আমিরুল ইসলাম। পরে সাইবার ক্রাইম ইউনিটের সাহায্য নিয়ে প্রায় এক মাসের প্রচেষ্টায পুলিশ বিষয়টির সুরাহা করতে সম হয়। ঘটনায় জড়িত কাভার্ডভ্যান চালক সিরাজগঞ্জের চৌহালী উপজেলার সেলিমাবাদ গ্রামের নূর মোহাম্মদের ছেলে মনিরুল ইসলাম এবং কাভার্ডভ্যানের হেলপার টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার গৌরিশ্বর গ্রামের হবিবারের ছেলে আলমগীরকে গ্রেফতার করতে সম হয় পুলিশ। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী দেশের বিভিন্ন স্থান থেকে চুরি হয়ে যাওয়া ৪৭০ বস্তা চাল উদ্ধার করে পুলিশ।

কুষ্টিয়ার পুলিশ সুপার খায়রুল আলম জানান, জেলা পুলিশ অপরাধ নির্মূলে সবসময় সচেষ্ট রয়েছে। অপরাধ করে কেউ পার পাবে না। চাল আত্মসাতের ঘটনাটি খুব দ্রæততার সাথে সুরাহা করার মাধ্যমে পুলিশ এটা প্রমাণ করতে পেরেছে।

উল্লেখ্য, দেশের দ্বিতীয় বৃহত্তম চালের মোকাম কুষ্টিয়ার খাজানগর থেকে গত পাঁচ বছরে এভাবে অন্তত প্রায় ৫০ টির বেশি চাল বোঝাই ট্রাক উধাও হওয়ার ঘটনা ঘটেছে। যার অধিকাংশ ঘটনারই আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কোন কূল-কিনারা করতে পারেনি। একের পর এক চাল বোঝাই ট্রাক গায়েব হওয়ার ঘটনায় এখানকার চালকল মালিক ও ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।