চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গায় ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব।
শনিবার সন্ধ্যায় চুয়াডাঙ্গা সদর উপজেলার সুবদিয়া মাঠ থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- আলমডাঙ্গা উপজেলার সিয়াসেরদিয়া গ্রামের আকমল (৪৩) ও সদর উপজেলার বালিয়াকান্দি গ্রামের লিয়াকত আলী (৫৭)।
র্যাব-৬ এর কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম রবিবার সকালে প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
র্যাব জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা সদর উপজেলা সুবদিয়া গ্রামের মাঠে অভিযান চালিয়ে মাদকসহ ওই দুইজন মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করে। পরে তাদের তল্লাসী করে ৫১ বোতল ফেন্সিডিল, ০২ টি মোবাইল সেট, ০৩ টি সীম কার্ড এবং নগদ ১৮হাজার ২০০শ টাকা উদ্ধার করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬ (১) সারণির ১৪ (গ) ধারার মামলা করে চুয়াডাঙ্গা সদর থানায় মামলা দায়ের কারা হয়েছে।