চুয়াডাঙ্গায় মেডিকেল অ্যাসিসট্যান্টের আত্মহত্যা

0
161
প্রতিকী ছবি

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গায় পারিবারিক কলহের জের ধরে সুইসাইট নোট লিখে এক মেডিকেল অ্যাসিসট্যান্ট আত্মহত্যা করেছেন।

বৃহস্পতিবার রাতে জেলা সদরের শহরতলির মল্লিক পাড়ায় এই আত্মহত্যার ঘটনাটি ঘটে।

নিহত এএসএম মিরাজুল হাসান তুষার ওই পাড়ার আবেদ হাসানের ছেলে এবং স্থানীয় ইম্প্যাক্ট মাসুদুল হোম মেমোরিয়াল কমিউনিটি সেন্টারের মেডিকেল অ্যাসিসট্যান্ট।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে সিলিংফ্যানে ঝুলন্ত অবস্থায় ছেলের লাশ দেখতে পান মা তরুলতা বিশ্বাস। পুলিশ ঘর থেকে তুষারের লাশ ও একটি সুইসাইট নোট উদ্ধার করে।

এ ব্যাপারে চুয়াডাঙ্গা সর থানার ওসি আবু জিহাদ খান বলেন, পারিবারিক কলহের কারণে তুষার আত্মহত্যা করেছেন। এ বিষয়ে সদর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।