চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গায় দুই বোনকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে উপজেলার বোয়ালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় একই গ্রামের রইচ উদ্দীনের ছেলে আনোয়ার হোসেন সুমন (২৬) কে আটক করা হয়।
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহব্বুর রহমান বলেন, আনোয়ার হোসেন সুমন ভুক্তভোগী দুই বোনকে সোমবার বিকালের পর নিজ বাড়িতে একটি অনুষ্ঠানে রান্নার জন্য ডেকে নিয়ে আসে। পরে তার বন্ধু মিলনের বাড়িতে রেখে পাঁচজন মিলে রাতভর তাদেরকে ধর্ষণ করে। পুলিশ খবর পেয়ে নির্যাতিত দুই বোনকে উদ্ধার করে।
এ ঘটনায় নির্যাতিত দুই নারী ওইদিন রাতে পাঁচজনকে অভিযুক্ত করে থানায় মামলা দায়ের করেন। পুলিশ রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত আনোয়ার হোসেন সুমনকে আটক করে।
পুলিশ সুপার জাহিদুল ইসলাম জানান, নির্যাতিত দুই নারীকে বুধবার চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ডাক্তারী পরীক্ষা করা হবে। অভিযুক্ত অন্য আসামীদেরও আটক করতে অভিযান চালানো হচ্ছে।